The Code of Civil Procedure, 1908 । Order 6, Rule 10. Malice, knowledge, etc.
The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
|
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
আদেশ এর ইংরেজী ভার্সনঃ
Rule 10.
Malice, knowledge, etc.:
Wherever it is material to allege malice, fraudulent intention, knowledge or other condition of the mind of any person, it shall be sufficient to allege the same as a fact without setting out the circumstances from which the same is to be inferred.
আদেশ এর বাংলা ভার্সনঃ
আদেশ ৬, নিয়ম ১০।
বিদ্বেষ, জ্ঞান ইত্যাদিঃ
দুরভিসন্ধি, প্রতারণামূলক উদ্দেশ্য, অবগতি বা কোন লোকের মানসিক অন্য কোন অবস্থা সম্বন্ধে যেক্ষেত্রে অভিযোগ করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনুরূপ মানসিক অভিযোগ অবস্থার অস্তিত্ব সম্পর্কে অভিযোগ করলেই যথেষ্ট হবে; যে অবস্থায় অনুরূপ মানসিক অবস্থার অস্তিত্ব অনুমান করা যায় তা উল্লেখ করা নিষ্প্রয়োজন।
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...