Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 6, Rule 11. Notice

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order VI, Rule 11.
Notice:
Wherever it is material to allege notice to any person of any fact, matter or thing, it shall be sufficient to allege such notice as a fact, unless the form or the precise terms of such notice, or the circumstances from which such notice is to be inferred, are material.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ৬, নিয়ম ১১।
নোটিশঃ
যেক্ষেত্রে কোন লোকের কাছে কোন তথ্য, বিষয় বা জিনিসের নোটিশ সম্বন্ধে অভিযোগ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে উত্তরূপ নোটিশকে তথ্য হিসেবে নিশ্চিত করলেই যথেষ্ট হবে, যদি না একই ধরনের নোটিশের ফরম বা নির্দিষ্ট শর্তগুলো কিংবা যে অবস্থা হতে উক্তরূপ নোটিশ অনুমান করা হয়, তা প্রয়োজনীয় হয়।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact