Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 6, Rule 14. Pleading to be signed

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order VI, Rule 14.
Pleading to be signed:
Every pleading shall be signed by the party and his pleader (if any).
Provided that where a party pleading is, by reason of absence or for other good cause, unable to sign the pleading, it may be signed by any person duly authorized by him to sign the same or to sue or defend on his behalf.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ৬, নিয়ম ১৪।
আরজি জবাব স্বাক্ষরিত হতে হবেঃ
প্রত্যেক আরজি জবাবের সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক এবং তার উকিল (যদি থাকে) কর্তৃক স্বাক্ষরিত হবে।
উল্লেখ্য যে, আরজি জবাবকারী যেক্ষেত্রে অনুপস্থিত বা অন্য কোন উপযুক্ত কারণে আরজি জবাবে স্বাক্ষর প্রদান করতে অসমর্থ হয়, সেক্ষেত্রে আরজি জবাবকারীর পক্ষে স্বাক্ষর দানের, মোকদ্দমা দাখিল করার বা উত্তর প্রদানের জন্য তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন লোক ওটাতে স্বাক্ষর প্রদান করতে পারবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact