Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 6, Rule 15. Verification of pleadings

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order VI, Rule 15.
Verification of pleadings:
(1) Save as otherwise provided by any law for the time being in force, every pleading shall be verified at the foot by the party or by one of the parties pleading or by some other person proved to the satisfaction of the Court to be acquainted with the facts of the case.
(2) The person verifying shall specify, by reference to the numbered paragraphs of the pleading, what he verifies of his own knowledge and what he verifies upon information received and believed to be true.
(3) The verification shall be signed by the person making it and shall state the date on which and the place at which it was signed.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ৬, নিয়ম ১৫।
আরজি জবাবের সত্যপাঠঃ
(১) বর্তমানে প্রচলিত কোন আইনে ভিন্নতর বিধান না থাকলে প্রত্যেক আরজি জবাবের নিম্নে সংশ্লিষ্ট পক্ষ বা পক্ষগণের একজন কিংবা অপর কোন লোক যে লোক মোকদ্দমার ঘটনাবলীর সাথে পরিচিত হিসেবে প্রমাণিত, তৎকর্তৃক দরখাস্তের সত্যতা প্রতিপাদন করতে হবে।
(২) সত্যতা প্রতিপাদনকারী লোক আরজি জবাবের সংখ্যা উল্লেখ পূর্বক নির্দিষ্ট করে বলবে যে, কোনগুলোর সত্যতা সে লোক স্বজ্ঞানে প্রতিপাদন করছে এবং তথ্যের উপর এবং কোনগুলোর সত্যতা তিনি অপরের নিকট হতে প্রাপ্ত ও তার বিশ্বাস মতে সত্য তথ্যের ভিত্তিতে প্রতিপাদন করছে।
(৩) একইভাবে যে লোক দরখাস্তের সত্যতা প্রতিপাদন করবে এবং তিনি ওটাতে স্বাক্ষর দান করবে এবং স্বাক্ষর দানের তারিখ ও স্থান উল্লেখ করবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact