The Code of Civil Procedure, 1908 । Order 6, Rule 17. Amendment of pleadings
আদেশের ইংরেজী ভার্সনঃ
Order VI, Rule 17.
Amendment of pleadings:
The Court may at any stage of the proceedings allow either party to alter or amend his pleadings in such manner and on such terms as may be just, and all such amendments shall be made as may be necessary for the purpose of determining the real questions in controversy between the parties.
Provided that no application for amendment shall be allowed after the trial has commenced, unless the Court is of opinion that in spite of due diligence, the party could not have raised the matter before the commencement of trial.
Provided further that if an application for amendment is made after the trial has commenced and the Court is of opinion that the application is made to delay the proceedings, the Court shall make an order for the payment to the objector such cost by way of compensation as it thinks fit.
আদেশের বাংলা ভার্সনঃ
আদেশ ৬, নিয়ম ১৭।
আরজি জবাব সংশোধনঃ
আদালত মোকদ্দমার কার্যধারার যে কোন পর্যায়ে কোন পক্ষকে আরজি জবাবের ন্যায়ত পরিবর্তন বা সংশোধন করার অনুমতি প্রদান করতে পারেন, এবং পক্ষগণের মধ্যকার বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণ করে প্রয়োজনীয় যাবতীয় সংশোধন এতদনুসারে করা যাবে।
তবে শর্ত থাকে যে, মোকদ্দমার বিচারকার্য আরম্ভ হওয়ার পর সংশোধনের কোন আবেদন গ্রহণযোগ্য হবে না, আদালত অভিমত পোষণ করেন যে, পরিশ্রম করা সত্ত্বেও পার্টি বিচারকার্য আরম্ভ হওয়ার পূর্বে বিষয়টি উত্থাপন করতে পারে নাই।
আরও শর্ত থাকে যে, বিচারকার্য আরম্ভ হওয়ার পর যদি সংশোধনের আবেদন করা হয় এবং আদালত এই মত পোষণ করেন যে, বিচারকার্য পরিচালনাকে বিলম্ব করার নিমিত্তে এটি করা হয়েছে, সেইক্ষেত্রে আদালত আপত্তিকারীকে যেরূপ উপযুক্ত মনে করেন তদ্রূপ ক্ষতিপূরণ বাবদ অর্থ পরিশোধ করতে আদেশ দিবেন।