Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 6, Rule 4. Particulars to be given where necessary

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order VI, Rule 4.
Particulars to be given where necessary:
In all cases in which the party pleading relies on any misrepresentation, fraud, breach of trust, wilful default, or undue influence, and in all other cases in which particulars may be necessary beyond such as are exemplified in the forms aforesaid, particulars (with dates and items if necessary) shall be stated in the pleading.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ৬, নিয়ম ৪।
প্রয়োজন বোধে বিশদ বর্ণনা দান করতে হবেঃ
যেক্ষেত্রে আরজি জবাবকারী কোন ভুল বিবরণ, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, স্বেচ্ছাকৃত খেলাপ, অযথা অন্যায় কিংবা অবাঞ্ছিত প্রভাবের উপর নির্ভর করে এবং অন্যান্য যে সকল ক্ষেত্রে উপরোক্ত ফরমসমূহে প্রদর্শিত বিবরণ ব্যতীত আরও বেশী বিবৃতি দেওয়ার প্রয়োজন পড়ে, সেই সকল ক্ষেত্রে (প্রয়োজনবোধে তারিখ ও দফা উল্লেখ করে) ওটার বিশদ বিবৃতি দিতে হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact