Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 1. Short title, commencement and extent

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 1. Short title, commencement and extent:
(1) This Act may be cited as the Code of Civil Procedure, 1908.
(2) It shall come into force on the first day of January, 1909.
(3) It extends to the whole of Bangladesh.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রারম্ভ ও কার্যকারিতার সীমাঃ
(১) এই আইন ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি নামে পরিচিত হবে।
(২) এটি ১৯০৯ সালের ১লা জানুয়ারি হতে কার্যকর হবে।
(৩) এটি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact