The Code of Civil Procedure, 1908 । Section 1. Short title, commencement and extent
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 1. Short title, commencement and extent:
(1) This Act may be cited as the Code of Civil Procedure, 1908.
(2) It shall come into force on the first day of January, 1909.
(3) It extends to the whole of Bangladesh.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রারম্ভ ও কার্যকারিতার সীমাঃ
(১) এই আইন ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি নামে পরিচিত হবে।
(২) এটি ১৯০৯ সালের ১লা জানুয়ারি হতে কার্যকর হবে।
(৩) এটি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে।