Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 104. Orders from which appeal lies

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 104. Orders from which appeal lies:
(1) An appeal shall lie from the following orders, and save as otherwise expressly provided in the body of this Code or by any law for the time being in force, from no other orders:
(a-f) Omitted
(ff) an order under section 35A;
(g) an order under section 95;
(h) an order under any of the provisions of this Code imposing a fine or directing the arrest or detention in the civil prison of any person except where such arrest or detention is in execution of a decree;
(i) any order made under rules from which an appeal is expressly allowed by rules.
Provided that no appeal shall lie against any order specified in clause (ff) save on the ground that no order, or an order for the payment of a less amount, ought to have been made.
(2) No appeal shall lie from any order passed in appeal under this section.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১০৪। যে সকল আদেশ হতে আপিল করা যায়ঃ
(১) নিম্নলিখিত আদেশসমূহ হতে আপিল করা যায় এবং এই আইনের মধ্যে অথবা বর্তমানে বলবৎ কোন আইন দ্বারা অন্যভাবে স্পষ্ট উল্লেখ ব্যতিরেকে অন্য আদেশসমূহ হতে আপিল করা যাবে নাঃ
(এ হতে এফ) বাতিল
(এফএফ) ৩৫এ ধারার অধীনে প্রদত্ত আদেশ;
(জি) ৯৫ ধারার অধীনে প্রদত্ত আদেশ;
(এইচ) ডিক্রি জারতে গ্রেফতার কিংবা দেওয়ানী কারাগারে আটকের আদেশ ব্যতীত এই আইনের যে কোন বিধানের অধীনে জরিমানা আরোপ বা কোন লোককে গ্রেফতার অথবা দেওয়ানী কারাগারে আটক করার নির্দেশমূলক আদেশ।
(আই) নিয়মাবলীর মাধ্যমে আপিল ব্যক্তভাবে মঞ্জুর হয় এরূপ নিয়মাবলীর অধীনে প্রদত্ত আদেশ।
তবে শর্ত এই যে, অল্প পরিমাণ অংকের অর্থ প্রদানের আদেশ প্রদান করা উচিত ছিল না বা ছিল এই অজুহাত ব্যতীত (এফএফ) দফায় বর্ণিত যে কোন আদেশের বিরুদ্ধে আপিল চলবে না।
(২) অত্র ধারানুযায়ী আনীত আপিলে প্রদত্ত কোন আদেশ হতে আপিল চলবে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact