দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়।
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 108. Procedure in appeals from appellate decrees and orders:
The provisions of this Part relating to appeals from original decrees shall, so far as may be, apply to appeals-
(a) from appellate decrees, and
(b) from orders made under this Code or under any special law in which a different procedure is not provided.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১০৮। আপীল আদালতের ডিক্রি ও আদেশসমূহ হতে আপীলের পদ্ধতিঃ
মূল ডিক্রি হতে আপীলসমূহ সম্পর্কিত এই খন্ডের বিধানসমূহ-
(এ) আপীল আদালতে ডিক্রিসমূহ হতে, এবং
(বি) অত্র আইনের অধীনে অথবা আলাদা পদ্ধতির বিধান নাই এরূপ যে কোন বিশেষ আইনের অধীনে প্রদত্ত আদেশসমূহ হতে আপীলের যথাসম্ভব প্রযোজ্য হবে।