Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 109. When appeals lie to the Supreme Court

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 109. When appeals lie to the Supreme Court:
Subject to such rules as may, from time to time, be made by the Supreme Court regarding appeals from the Courts of Bangladesh, and to the provisions hereinafter contained, an appeal shall lie to the Appellate Division-
(a) from any Judgement, decree or final order passed on appeal by the High Court Division or by any other Court of final appellate jurisdiction;
(b) from any Judgement, decree or final order passed by the High Court Division in the exercise of original civil jurisdiction; and
(c) from any Judgement, decree or final order, when the case, as hereinafter provided, is certified to be a fit one for appeal to the Appellate Division.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১০৯। সুপ্রীম কোর্টে যখন আপিল করা চলেঃ
বাংলাদেশের আদালতসমূহ আপিল সম্পর্কে সময়ে সময়ে সুপ্রীম কোর্ট কর্তৃক প্রণীত হতে পারে এইরূপ ভিত্তি এবং অতঃপর এটাতে বর্ণিত আইনের শর্তাবলী সাপেক্ষে আপিল বিভাগের নিকট-
(এ) হাইকোর্ট বিভাগ বা চূড়ান্ত আপিল এখতিয়ারসম্পন্ন অন্য কোন আদালত কর্তৃক আপিলে প্রদত্ত কোন রায়, ডিক্রি কিংবা চূড়ান্ত আদেশ হতে;
(বি) হাইকোর্ট বিভাগ কর্তৃক ওটার মূল দেওয়ানী এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত কোন রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশ হতে; এবং
(সি) অতঃপর উল্লেখিত বিধানানুসারে কোন মোকদ্দমা হলে কোন রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশ হতে আপিল ডিভিশনে আপিল চলবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact