Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 111. Bar of certain appeals

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 111. Bar of certain appeals:
Notwithstanding anything contained in section 109, no appeal shall lie to the Appellate Division-
(a) from the decree or order of one Judge of the High Court Division, or of one Judge of a Division Court, or of two or more Judges of High Court Division, or of a Division Court constituted by two or more Judges of High Court Division, where such Judges are equally divided in opinion and do not amount in number to a majority of the whole of the Judges of the High Court Division at the time being; or
(b) Omitted

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১১১। কতক আপিলে বাধাঃ
১০৯ ধারায় যাই উল্লেখিত থাকুক না কেন, নিম্নলিখিত ক্ষেত্রে আপিল বিভাগে কোন আপিল করা চলবে না-
(এ) হাইকোর্ট বিভাগের একজন বিচারকের কিংবা ডিভিশন আদালতের একজন বিচারকের কিংবা হাইকোর্ট বিভাগের দুই বা ততোধিক বিচারক কিংবা দুই বা ততোধিক বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের কোন ডিভিশন আদালতে বিচারকগণ যদি মত প্রকাশে সমভাবে বিভক্ত হয়ে থাকেন এবং তাঁদের কোন ভাগের সংখ্যাই তখনকার হাইকোর্ট বিভাগের সমগ্র বিচারকগণের অধিক সংখ্যক না হয়, তবে তাঁদের রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশ হতে, কিংবা
(বি) বাতিল

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact