The Code of Civil Procedure, 1908 । Section 112. Savings
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 112. Savings:
(1) Nothing contained in this Code shall be deemed-
(a) to affect the powers of the Appellate Division under article 103 of the Constitution of the People’s Republic of Bangladesh or any other provision of that Constitution; or
(b) to interfere with any rules made by the Supreme Court, and for the time being in force, for the presentation of appeals to the Appellate Division, or their conduct before that Division.
(2) Nothing herein contained applies to any matter of criminal or admiralty or vice-admiralty jurisdiction, or to appeals from orders and decrees of Prize Courts.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১১২। সংরক্ষণঃ
(১) অত্র আইনের উল্লেখিত কোন বিধানই-
(এ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১০৩নং অনুচ্ছেদের অধীনে আপিল ডিভিশনকে ক্ষমতা কিংবা উক্ত সংবিধানের অন্য কোন বিধান বলে প্রদত্ত ক্ষমতা খর্ব করবে না; অথবা
(বি) আপিল বিভাগের নিকট আপিল উপস্থাপন সম্পর্কে কিংবা উক্ত বিভাগের সম্মুখে তা পরিচালনার জন্য সুপ্রীম কোর্ট কর্তৃক প্রণীত ও বর্তমানে বলবৎ কোন নিয়মাবলীর উপর হস্তক্ষেপ করে বলে গণ্য হবে না।
(২) অত্রস্থ উল্লেখিত কোন কিছুই ফৌজদারী বা নৌ বিভাগ বা উপ নৌ-বিভাগ এখতিয়ারভুক্ত কোন ব্যাপারে প্রযোজ্য হবে না, কিংবা প্রাইজ কোর্টের আদেশ বা ডিক্রি হতে আপিলে প্রযোজ্য হবে না।