The Code of Civil Procedure, 1908 । Section 118. Execution of decree before ascertainment of costs
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 118. Execution of decree before ascertainment of costs:
Where any High Court Division considers it necessary that a decree passed in the exercise of its original civil jurisdiction should be executed before the amount of the costs incurred in the suit can be ascertained by taxation, the Court may order that the decree shall be executed forthwith, except as to so much thereof as relates to the costs; and, as to so much thereof as relates to the costs, that the decree may be executed as soon as the amount of the costs shall be ascertained by taxation.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১১৮। মোকদ্দমার খরচ নির্ধারণের পূর্বে ডিক্রি জারিঃ
যেক্ষেত্রে কোন হাইকোর্ট বিভাগ এটা গুরুত্বপূর্ণ মনে করে যে ওটার মূল দেওয়ানী এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত ডিক্রি মোকদ্দমার দায়মুক্ত খরচ নিরূপণ করার পূর্বেই জারি করা উচিত, সেই ক্ষেত্রে আদালত ব্যয়ের সাথে ডিক্রি যতদূর সম্পর্কিত তা ব্যতীত ডিক্রিটি অবিলম্বে জারি করা হবে বলে এবং খরচের সাথে ডিক্রি যতদূর সম্পর্কিত তা করারোপ দ্বারা খরচের অংক নিরূপণ হওয়ার সঙ্গে সঙ্গেই ডিক্রি জারি হতে পারে বলে আদেশ দিতে পারে।