Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 119. Unauthorised persons not to Address Court

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 119. Unauthorised persons not to Address Court:
Nothing in this Code shall be deemed to authorise any person on behalf of another to address the Court in the exercise of its original civil jurisdiction, or to examine witnesses, except where the Court shall have in the exercise of the power conferred by its charter authorised him so to do, or to interfere with the power of the High Court Division to make rules concerning advocates.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১১৯। অননুমোদিত লোক আদালতে কথা বলতে পারে নাঃ
আদালত কর্তৃক তার সনদ দ্বারা অর্পিত ক্ষমতাবলে কোন লোককে ক্ষমতা দেওয়া ব্যতীত উক্ত আইনের কোন নিয়মাবলীই মূল দেওয়ানী এখতিয়ার প্রয়োগকারী আদালতকে অপরের পক্ষে কথা বলার ক্ষমতা, কিংবা সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করতে বা এডভোকেট সম্পর্কিত নিয়মাবলী তৈরিতে হাইকোর্ট বিভাগের ক্ষমতায় হস্তক্ষেপ করতে ঐ লোককে ক্ষমতা প্রদান করবে বলে ধরা যাবে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact