Sunday , December 8 2024

The Code of Civil Procedure, 1908 । Section 12. Bar to further suit

***2286-Hader & Button

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

FREE VERSION

ধারার ইংরেজী ভার্সনঃ

Section 12. Bar to further suit:
Where a plaintiff is precluded by rules from instituting a further suit in respect of any particular cause of action, he shall not be entitled to institute a suit in respect of such cause of action in any Court to which this Code applies.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১২। পুনরায় মোকদ্দমা করার বাধাঃ
যখন কোন বিধি অনুযায়ী কোন বিশেষ কারণে বাদী কর্তৃক পুনরায় মোকদ্দমা দায়ের করা হতে নিবারণ করা হয়, তখন যে আদালতের প্রতি এই আইন প্রযোজ্য, সেরূপ কোন আদালতে তিনি সেই একই কারণ নিয়ে পুনরায় মোকদ্দমা দায়ের করতে পারবেন না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact