Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 120. Provisions not applicable to High Court Division in original civil jurisdiction

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 120. Provisions not applicable to High Court Division in original civil jurisdiction:
(1) The following provisions shall not apply to the High Court Division in the exercise of its original civil jurisdiction, namely, sections 16, 17 and 20.
(2) Omitted

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১২০। হাইকোর্ট বিভাগের মূল দেওয়ানী এখতিয়ার প্রয়োগকালে অপ্রযোজ্য বিধানসমূহঃ
(১) নিম্নবর্ণিত বিধানসমূহ যথাঃ ১৬, ১৭ এবং ২০ ধারাসমূহ হাইকোর্ট বিভাগের মূল এখতিয়ার প্রয়োগকালে প্রযোজ্য হবে না।
(২) বাতিল

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact