Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 124. Committee to report to Supreme Court

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 124. Committee to report to Supreme Court:
The Rule Committee shall make a report to the Supreme Court on any proposal to annul, alter or add to the rules in the First Schedule or to make new rules, and before making any rules under section 122 the Supreme Court shall take such report into consideration.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১২৪। কমিটি সুপ্রীম কোর্টে প্রতিবেদন পেশ করবেঃ
বিধি কমিটি প্রথম তফসিলের বিধিকে বাতিল, পরিবর্তন বা পরিবর্ধন কিংবা নূতন কোন বিধি প্রণয়ন করার প্রস্তাবের উপর সুপ্রীম কোর্টে প্রতিবেদন পেশ করবেনি এবং ১২২ ধারার অধীনে কোন বিধি প্রণয়ন করার পূর্বে সুপ্রীম কোর্ট ঐ প্রতিবেদন বিবেচনা করে দেখবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact