The Code of Civil Procedure, 1908 । Section 124. Committee to report to Supreme Court
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 124. Committee to report to Supreme Court:
The Rule Committee shall make a report to the Supreme Court on any proposal to annul, alter or add to the rules in the First Schedule or to make new rules, and before making any rules under section 122 the Supreme Court shall take such report into consideration.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১২৪। কমিটি সুপ্রীম কোর্টে প্রতিবেদন পেশ করবেঃ
বিধি কমিটি প্রথম তফসিলের বিধিকে বাতিল, পরিবর্তন বা পরিবর্ধন কিংবা নূতন কোন বিধি প্রণয়ন করার প্রস্তাবের উপর সুপ্রীম কোর্টে প্রতিবেদন পেশ করবেনি এবং ১২২ ধারার অধীনে কোন বিধি প্রণয়ন করার পূর্বে সুপ্রীম কোর্ট ঐ প্রতিবেদন বিবেচনা করে দেখবে।