Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 127. Publication of rules

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 127. Publication of rules:
Rules so made and approved shall be published in the official Gazette, and shall from the date of publication or from such other date as may be specified have the same force and effect as if they had been contained in the First Schedule.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১২৭। বিধিসমূহ প্রকাশনাঃ
অনুরূপভাবে প্রণীত এবং অনুমোদিত বিধি সরকারি গেজেটে প্রকাশিত হবে, এবং প্রকাশের তারিখ হতে কিংবা নির্ধারিত হতে পারে এরূপ অপর কোন তারিখ হতে ওটা তফসিলে বর্ণিত ছিল গণ্যে একইরূপে বলবৎ ও কার্যকরণ করা হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact