Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 128. Matters for which rules may provide

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 128. Matters for which rules may provide:
(1) Such rules shall be not inconsistent with the provisions in the body of this Code, but, subject thereto, may provide for any matters relating to the procedure of Civil Courts.
(2) In particular, and without prejudice to the generality of the powers conferred by sub-section (1), such rules may provide for all or any of the following matters, namely:
(a) the service of summonses, notices and other processes by post or in any other manner either generally or in any specified areas, and the proof of such service;
(b) the maintenance and custody, while under attachment, of live-stock and other movable property, the fees payable for such maintenance and custody, the sale of such live-stock and property, and the proceeds of such sale;
(c) procedure in suits by way of counterclaim, and the valuation of such suits for the purposes of jurisdiction;
(d) procedure in garnishee and charging orders either in addition to, or in substitution for, the attachment and sale of debts;
(e) procedure where the defendant claims to be entitled to contribution or indemnity over against any person whether a party to the suit or not;
(f) summary procedure-
(i) in suits in which the plaintiff seeks only to recover a debt or liquidated demand in money payable by the defendant, with or without interest, arising-
on a contract express or implied; or on an enactment where the sum sought to be recovered is a fixed sum of money or in the nature of a debt other than a penalty; or on a guarantee, where the claim against the principal is in respect of a debt or a liquidated demand only; or on a trust; or
(ii) in suits for the recovery of immovable property, with or without a claim for rent or mesne profits, by a landlord against a tenant whose term has expired or has been duly determined by notice to quit, or has become liable to forfeiture for non-payment of rent, or against persons claiming under such tenant;
(g) procedure by way of originating summons;
(h) consolidation of suits, appeals and other proceedings;
(i) delegation to any Registrar, Prothonotary or master or other official of the Court of any judicial, quasi-judicial and non-judicial duties; and
(j) all forms, registers, books, entries and accounts which may be necessary or desirable for the transaction of the business of Civil Courts.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১২৮। যে সমস্ত বিষয়ে বিধি প্রণীত হতে পারেঃ
(১) অনুরূপ বিধিসমূহ এই আইনের অন্তর্গত প্রধান অংশের বিধানসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, কিন্তু এই আইনের বিধান সাপেক্ষে দেওয়ানী আদালতসমূহের কর্মপদ্ধতি সংক্রান্ত কোন বিষয়ের বিধান প্রদান করতে পারবে।
(২) বিশেষত, এবং (১) উপ-ধারার অর্পিত ক্ষমতার সাধারণ বৈশিষ্ট্য ব্যাহত না করে নিম্নলিখিত বিষয়াবলীর সকল বা যে কোন বিষয়ে উক্তরূপ বিধি প্রণয়ন করবে, যথাঃ
(এ) সাধারণ বা কোন নির্দিষ্ট এলাকায় ডাকযোগে বা অন্য কোন উপায়ে সমন, নোটিশ বা অন্য কোন পরোয়ানা জারি করা এবং অনুরূপ জারির প্রমাণাদি;
(বি) ক্রোকাবদ্ধ থাকাকালে পশু, সম্পত্তি এবং অন্যবিধ অস্থাবর সম্পত্তির রক্ষণাবেক্ষণ এবং জিম্মা, অনুরূপ রক্ষণাবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য প্রদেয় ফিস, অনুরূপ পশু এবং সম্পত্তি নিলামে বিক্রয় এবং উক্ত বিক্রয়লব্ধ আয়;
(সি) পাল্টা দাবীর মোকদ্দমার কার্যপদ্ধতির এবং এখতিয়ারের উদ্দেশ্যে অনুরূপ মোকদ্দমার মূল্যায়ন;
(ডি) ঋণ ক্রোক এবং বিক্রয়ের অতিরিক্ত কিংবা প্রতিকল্প হিসেবে পাওনাদার আদেশ দাতার নিকট কর্জযুক্ত হলে তার খাতকের উপর কর্জ পরিশোধ করার জন্য নিষেধ করে আদেশ প্রদান ও চার্জিং আদেশের কার্যপদ্ধতি;
(ই) মোকদ্দমার পক্ষ নির্বিশেষে কোন লোকের বিরুদ্ধে বিবাদী প্রদত্ত বস্তুর অধিকার বা খেসারত দাবি করলে ওটার কার্যপদ্ধতি;
(এফ) সংক্ষিপ্ত কার্যপদ্ধতি-
(i) মোকদ্দমায় যেক্ষেত্রে বিবাদী কর্তৃক সুদ সহ বা সুদ ব্যতীত টাকায় প্রদেয় দেনা বা পরিশোধিত টাকা উদ্ধারের প্রার্থনা করেন-
প্রকাশ বা অব্যক্ত চুক্তির ভিত্তিতে; বা কোন বিধিবদ্ধ আইনের বলে উক্ত অংকের টাকা যদি কোন নির্দিষ্ট অংকের পাওনা বা জরিমানা ব্যতিরেকে অপর কোন প্রকৃতির পাওনা হয়ে থাকে; বা দেনা কিংবা পরিশোধিত চাহিদার জামিন হিসেবে যেক্ষেত্রে শুধুমাত্র আসল টাকা সংক্রান্ত দাবী উদ্ভুত হয়; বা কোন ট্রাষ্টির উপরে; বা
(ii) জমিদার প্রজার নিকট হতে কিংবা প্রজার স্বত্বে স্বত্ববান অপর কারো কাছ হতে বাকী খাজনা কিংবা অন্তবর্তীকালীন মুনাফার দাবীসমেত বা ব্যতীত স্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য মোকদ্দমা, যদি উক্ত প্রজার স্বত্ত্বের সীমিত কাল উত্তীর্ণ হয়ে থাকে কিংবা খাজনার দায়ে যদি সম্পত্তি বাজেয়াপ্তকরণযোগ্য হয়ে থাকে;
(জি) সমন সৃষ্টির মাধ্যমে কার্যপদ্ধতি;
(এইচ) বিভিন্ন মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যপদ্ধতি একত্রীকরণ;
(আই) আদালতের কোন নিবন্ধ বহি, প্রধান করণিক বা মাষ্টার বা আদালতে বিচারিক, আধা-বিচারিক এবং অ-বিচারিক কর্তব্য সম্পাদনকারী কোন কর্মচারীর উপর অর্পণ; এবং
(জে) দেওয়ানী আদালতে লেনদেনের বিষয়ে প্রয়োজনীয় বা বাঞ্ছনীয় হতে পারে এরূপ সকল ফরম, রেজিস্টারসমূহ, বইসমূহ, কিছু লেখা খাতাপত্র এবং হিসাবপত্র।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact