Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 133. Exemption of other persons

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 133. Exemption of other persons:
(1) The Government may, by notification in the official Gazette, exempt from personal appearance in Court any person whose rank, in the opinion of the Government, entitles him to the privilege of exemption.
(2) The names and residences of the persons so exempted shall, from time to time, be forwarded to the High Court Division by the Government and a list of such persons shall be kept in such Court, and a list of such persons as reside within the local limits of the jurisdiction of each Court subordinate to the High Court Division shall be kept in such subordinate Court.
(3) Where any person so exempted claims the privilege of such exemption, and it is consequently necessary to examine him by commission, he shall pay the costs of that commission, unless the party requiring his evidence pays such costs.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১৩৩। অন্যান্য ব্যক্তিবর্গের অব্যাহতিঃ
(১) সরকারের মতে কোন লোকের পদমর্যাদা তাকে অব্যাহতির বিশেষ সুবিধা দান করলে সরকার অফিস গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা উক্ত লোককে আদালতে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে।
(২) অনুরূপভাবে অব্যাহতিপ্রাপ্ত লোকদের নাম ও ঠিকানা সরকার সময়ে সময়ে হাইকোর্ট বিভাগে প্রেরণ করবে এবং এরূপ লোকদের একটি তালিকা উক্ত আদালতে রক্ষিত থাকবে, এবং হাইকোর্ট বিভাগের অধীনস্থ প্রত্যেক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমানায় বসবাসকারী অনুরূপ লোকদের একটি তালিকা উক্ত অধীনস্থ আদালতে রাখা হবে।
(৩) যেক্ষেত্রে উক্তরূপ অব্যাহতিপ্রাপ্ত কোন লোক উক্তরূপ অব্যাহতি সুবিধা দাবী করেন, এবং এটার ফলে তাকে কমিশন যোগে জবানবন্দি গ্রহণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কমিশনের খরচ যে পক্ষের প্রয়োজন, সেই পক্ষ পরিশোধ না করিলে তাকেই উক্ত খরচ নির্বাহ করতে হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact