The Code of Civil Procedure, 1908 । Section 135. Exemption from arrest under civil process
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 135. Exemption from arrest under civil process:
(1) No Judge, Magistrate or other judicial officer shall be liable to arrest under civil process while going to, presiding in, or returning from, his Court.
(2) Where any matter is pending before a tribunal having jurisdiction therein, or believing in good faith that it has such jurisdiction, the parties thereto, their pleaders, mukhtars, revenue-agents and recognised agents, and their witnesses acting in obedience to a summons, shall be exempt from arrest under civil process other than process issued by such tribunal for contempt of Court while going to or attending such tribunal for the purpose of such matter, and while returning from such tribunal.
(3) Nothing in sub-section (2) shall enable a judgement-debtor to claim exemption from arrest under an order for immediate execution or where such judgement-debtor attends to show cause why he should not be committed to prison in execution of a decree.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১৩৫। দেওয়ানী পরোয়ানার অধীনে গ্রেফতার হতে অব্যাহতিঃ
(১) কোন জজ, ম্যাজিস্ট্রেট কিংবা অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তাকে আদালতে যেতে, আদালতে মোকদ্দমা পরিচালনা করতে কিংবা তার আদালত হতে প্রত্যাবর্তন করার সময় কোন দেওয়ানী পরোয়ানার অধীনে গ্রেফতার হবে না।
(২) এখতিয়ার সম্পন্ন কিংবা এইরূপ এখতিয়ার আছে হিসেবে সরলভাবে বিশ্বাস করেন, এরূপ ট্রাইব্যুনালে কোন বিষয় বিচারের আওতাধীন থাকলে তৎবিষয়ের সাথে সংশ্লিষ্ট পক্ষগণ তাদের উকিলগণ, মোক্তারগণ, রাজস্ব প্রতিনিধিগণ এবং স্বীকৃত প্রতিনিধিগণ এবং সমনে আজ্ঞানুযায়ী কার্যরত তাদের সাক্ষীগণ অনুরূপ বিষয়ের উদ্দেশ্যে ট্রাইব্যুনালে গমনকালে উপস্থিত থাকাকালীন সময়ে এবং সেই স্থল হতে প্রত্যাবর্তনের প্রাক্কালে আদালত অবমাননার দোষে উক্ত ট্রাইব্যুনাল কর্তৃক পরোয়ানা জারি ব্যতীত অন্য কোন দেওয়ানী পরোয়ানার অধীনে গ্রেফতার হতে অব্যাহতি পাবে।
(৩) যদি কোন দায়িককে অবিলম্বে গ্রেফতার করার আদেশ প্রদান করা হয়ে থাকে, অথবা ডিক্রি জারির জন্য তাকে কেন কারাগারে নিক্ষিপ্ত করা হবে না, তার কারণ দর্শানোর জন্য বলা হয়ে থাকে, তখন সেই ব্যক্তি (২) উপ-ধারানুসারে অব্যাহতি দাবী করতে সমর্থ হবে না।