Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 135A.Exemption of members of legislative bodies from arrest and detention under civil process

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 135A. Exemption of members of legislative bodies from arrest and detention under civil process:
(1) No person shall be liable to arrest or detention in prison under civil process-
(a) if he is a member of Parliament during the continuance of any meeting of Parliament;
(b) if he is a member of any committee of Parliament, during the continuance of any meeting of such committee; and during the fourteen days before and after such meeting or sitting.
(2) A person released from detention under sub-section (1) shall, subject to the provisions of the said sub-section, be liable to re-arrest and to the further detention to which he would have been liable if he had not been released under the provisions of sub-section (1).

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১৩৫এ। দেওয়ানী পরোয়ানায় আইন পরিষদের সদস্যগণের গ্রেফতার ও আটক আদেশ হতে অব্যাহতিঃ
(১) দেওয়ানী পরোয়ানাধীনে কোন লোককেই গ্রেফতার কিংবা কারাগারে আটক রাখা যাবে না-
(এ) যদি উক্ত লোক সংসদের সদস্য হন, তবে সংসদের অধিবেশন চলাকালীন সময়ে;
(বি) যদি উক্ত লোক সংসদের কোন কমিটির একজন সদস্য হন, তবে এরূপ কমিটির অধিবেশন চলাকালীন সময়ে; এবং এরূপ অধিবেশন বা বৈঠকের পূর্বের কিংবা পরের চৌদ্দ দিন সময় পর্যন্ত।
(২) উপ-ধারা (১) অনুসারে আটকাদেশ হতে মুক্ত কোন লোককে এই উপ-ধারায় বর্ণিত বিধান সাপেক্ষে পুনঃ গ্রেফতার করা যাবে এবং তিনি (১) উপ-ধারার বিধান এর অধীনে মুক্ত না হলে আরও যতদিন আটকের জন্য দায়ী থাকতে হতো, ততদিন তাকে আটক রাখা যাবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact