দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়।
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 135A. Exemption of members of legislative bodies from arrest and detention under civil process:
(1) No person shall be liable to arrest or detention in prison under civil process-
(a) if he is a member of Parliament during the continuance of any meeting of Parliament;
(b) if he is a member of any committee of Parliament, during the continuance of any meeting of such committee; and during the fourteen days before and after such meeting or sitting.
(2) A person released from detention under sub-section (1) shall, subject to the provisions of the said sub-section, be liable to re-arrest and to the further detention to which he would have been liable if he had not been released under the provisions of sub-section (1).
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১৩৫এ। দেওয়ানী পরোয়ানায় আইন পরিষদের সদস্যগণের গ্রেফতার ও আটক আদেশ হতে অব্যাহতিঃ
(১) দেওয়ানী পরোয়ানাধীনে কোন লোককেই গ্রেফতার কিংবা কারাগারে আটক রাখা যাবে না-
(এ) যদি উক্ত লোক সংসদের সদস্য হন, তবে সংসদের অধিবেশন চলাকালীন সময়ে;
(বি) যদি উক্ত লোক সংসদের কোন কমিটির একজন সদস্য হন, তবে এরূপ কমিটির অধিবেশন চলাকালীন সময়ে; এবং এরূপ অধিবেশন বা বৈঠকের পূর্বের কিংবা পরের চৌদ্দ দিন সময় পর্যন্ত।
(২) উপ-ধারা (১) অনুসারে আটকাদেশ হতে মুক্ত কোন লোককে এই উপ-ধারায় বর্ণিত বিধান সাপেক্ষে পুনঃ গ্রেফতার করা যাবে এবং তিনি (১) উপ-ধারার বিধান এর অধীনে মুক্ত না হলে আরও যতদিন আটকের জন্য দায়ী থাকতে হতো, ততদিন তাকে আটক রাখা যাবে।