Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 136. Procedure where person to be arrested or property to be attached is outside district

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 136. Procedure where person to be arrested or property to be attached is outside district:
(1) Where an application is made that any person shall be arrested or that any property shall be attached under any provision of this Code not relating to the execution of decrees, and such person resides or such property is situate outside the local limits of the jurisdiction of the Court to which the application is made, the Court may, in its discretion, issue a warrant of arrest or make an order of attachment, and send to the District Court within the local limits of whose jurisdiction such person or property resides or is situate a copy of the warrant or order, together with the probable amount of the costs of the arrest or attachment.
(2) The District Court shall, on receipt of such copy and amount, cause the arrest or attachment to be made by its own officers, or by a Court subordinate to itself, and shall inform the Court which issued or made such warrant or order of the arrest or attachment.
(3) The Court making an arrest under this section shall send the person arrested to the Court by which the warrant of arrest was issued, unless he shows cause to the satisfaction of the former Court why he should not be sent to the latter Court, or unless he furnishes sufficient security for his appearance before the latter Court or for satisfying any decree that may be passed against him by that Court, in either of which cases the Court making the arrest shall release him.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১৩৬। জেলার বাইরে অবস্থিত লোকের গ্রেফতার বা সম্পত্তি ক্রোকের কার্যপদ্ধতিঃ
(১) যেক্ষেত্রে ডিক্রি জারি ছাড়া এই আইনের অপর কোন বিধানের অধীনে কোন লোককে গ্রেফতার করা হবে কিংবা সম্পত্তি ক্রোক করা হবে বলে আবেদন করা হয় এবং যে আদালতে আবেদন করা হয় উক্ত আদালতে এখতিয়ারের স্থানীয় সীমানার বহির্ভূত উক্ত লোক অবস্থান করে বা সেই সম্পত্তি অবস্থিত, সেক্ষেত্রে আদালত তার বিবেচনায় গ্রেফতারী পরোয়ানা কিংবা ক্রোকের আদেশনামা জারি করতে পারে, এবং গ্রেফতার বা ক্রোক সংক্রান্ত খরচের সম্ভাব্য অংক সমেত পরোয়ানা বা আদেশনামার এক কপি যে জেলা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমানায় উক্ত লোক অবস্থান করে। কিংবা সম্পত্তি অবস্থিত সেখানকার আদালতে প্রেরণ করতে পারেন।
(২) এই জেলা আদালত উক্ত আদেশের নকল এবং অংক প্রাপ্তির পর তার নিজস্ব কর্মকর্তার দ্বারা বা তার অধঃস্তন কোন আদালতের দ্বারা গ্রেফতার কিংবা ক্রোক করাবেন, এবং যে আদালত গ্রেফতার কিংবা ক্রোকের অনুরূপ পরোয়ানা বা আদেশ জারি প্রেরণ কিংবা প্রদান করেছে সেখানকার আদালতকে অবগত করবেন।
(৩) গ্রেফতারকৃত লোক যদি তাকে গ্রেফতারী পরোয়ানা প্রেরণকারী আদালতে প্রেরণ করা হবে না কেন গ্রেফতারকারী আদালতের সন্তোষ বিধানের মাধ্যমে কারণ দর্শাতে না পারে বা উক্ত লোক যদি পরোয়ানা প্রদানকারী আদালতে তার হাজিরার জন্য কিংবা উক্ত আদালত কর্তৃক প্রদত্ত হতে পারে এরূপ কোন ডিক্রির টাকা পরিশোধের জন্য পর্যাপ্ত জামানত না করে, এবং যার প্রত্যেক ক্ষেত্রে গ্রেফতারকারী আদালত তাকে মুক্তি দান করবেন, তবে এই ধারার অধীনে গ্রেফতারকারী আদালত যে আদালত হতে গ্রেফতারী পরোয়ানা পাঠিয়েছিল সেই আদালতে গ্রেফতারকৃত উক্ত লোককে প্রেরণ করবেন।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact