The Code of Civil Procedure, 1908 । Section 138. Power of High Court Division to require evidence to be recorded in English
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 138. Power of High Court Division to require evidence to be recorded in English:
(1) The High Court Division may, by notification in the official Gazette, direct with respect to any Judge specified in the notification, or falling under a description set forth therein, that evidence in cases in which an appeal is allowed shall be taken down by him in the English language and in manner prescribed.
(2) Where a Judge is prevented by any sufficient reason from complying with a direction under sub-section (1), he shall record the reason and cause the evidence to be taken down in writing from his dictation in open Court.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১৩৮। সাক্ষ্য ইংরেজীতে রেকর্ড করাতে হাইকোর্ট বিভাগ কর্তৃক নির্দেশ দেওয়ার ক্ষমতাঃ
(১) সরকারি গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে হাইকোর্ট বিভাগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কিংবা তাতে উল্লেখিত বর্ণনার অধীনে কোন বিচারকের ক্ষেত্রে নির্দেশ প্রদান করতে পারেন যে, যে সকল মোকদ্দমায় আপিল চলে সেই সকল মোকদ্দমায় তাকে ইংরেজি ভাষায় এবং নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে।
(২) কোন বিচারক (১) উপ-ধারার অধীনে নির্দেশ মেনে চলতে বাধাপ্রাপ্ত হন, তবে তিনি তার কারণ রেকর্ড করবেন এবং প্রকাশ্য আদালতে তার শ্রুতলিপি হতে সাক্ষ্য রেকর্ড করাবেন।