The Code of Civil Procedure, 1908 । Section 139. Oath on affidavit by whom to be administered
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 139. Oath on affidavit by whom to be administered:
In the case of any affidavit under this code-
(a) any Court or Magistrate, or
(b) any officer or other person whom the Supreme Court may appoint in this behalf, or
(c) any officer appointed by any other Court which the Government has generally or specially empowered in this behalf, may administer the oath to the deponent.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১৩৯। হলফনামার শপথ যার দ্বারা পরিচালিত হবেঃ
অত্র আইনের অধীনে কোন হলফনামার ক্ষেত্রে-
(এ) যে কোন আদালত বা ম্যাজিষ্ট্রেট, অথবা
(বি) যে কোন অফিসার বা অন্য কোন ব্যক্তি যাকে সুপ্রীম কোর্ট এতদুদ্দেশ্যে নিয়োগ করতে পারেন।
(সি) সরকার কর্তৃক সাধারণ কিংবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন আদালতে যে লোককে এতদুদ্দেশ্যে নিযুক্ত করতে পারেন, তারা সাক্ষ্য দাতার শপথ পরিচালনা করেন।