Friday , March 14 2025

The Code of Civil Procedure, 1908 । Section 14. Presumption as to foreign judgments

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 14. Presumption as to foreign judgments:
The Court shall presume, upon the production of any document purporting to be a certified copy of a foreign judgment, that such judgment was pronounced by a Court of competent jurisdiction, unless the contrary appears on the record; but such presumption may be displaced by proving want of jurisdiction.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১৪। বিদেশী রায় সম্পর্কে অনুমানঃ
কোন আদালতে বিদেশী রায়ের সত্যায়িত নকল বলে কথিত কোন দলিল পেশ করা হলে এবং বিপরীত কোন প্রমাণ না পাওয়া গেলে আদালত কর্তৃক অনুমিত হবে যে, রায়টি উপযুক্ত এখতিয়ারসম্পন্ন আদালতই প্রদান করেছে কিন্তু, সংশ্লিষ্ট আদালতের এ ব্যাপারে এখতিয়ার ছিল না বলে প্রমাণ করা হলে অনুমানটি খর্ব হতে পারে।

অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...
Subscribe Now