The Code of Civil Procedure, 1908 । Section 140. Assessors in causes of salvage, etc.
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 140. Assessors in causes of salvage, etc.:
(1) In any Admiralty or Vice-Admiralty cause of salvage, towage or collision, the Court, whether it be exercising its original or its appellate jurisdiction, may, if it thinks fit, and shall upon request of either party to such cause, summon to its assistance, in such manner as it may direct or as may be prescribed, two competent assessors; and such assessors shall attend and assist accordingly.
(2) Every such assessor shall receive such fees for his attendance, to be paid by such of the parties as the Court may direct or as may be prescribed.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১৪০। উদ্ধার মূল্য, ইত্যাদি বিষয়ে ন্যায় নির্ধারকঃ
(১) উদ্ধার মূল্য, গুনটানা মঞ্জুরী বা সংঘর্ষ জনিত যে কোন নৌ বিভাগ, উপ-নৌ বিভাগ বিষয়ে আদালত ওটার মূল্য কিংবা আপিল এখতিয়ার প্রয়োগকালে উপযুক্ত মনে করলে তদবিষয়ে যে কোন পক্ষের অনুরোধক্রমে ওটার নির্দেশিত কিংবা নির্ধারিত পদ্ধতিতে দুই জন যোগ্যতা সম্পন্ন ন্যায় নির্ধারককে ওটার সাহায্যার্থে যথাবিহীত সমন দিতে পারেন; এবং অনুরূপ ন্যায় নির্ধারকগণ তদনুযায়ী হাজির হবে ও সাহায্য করবে।
(২) এইরূপ প্রত্যেক ন্যায় নির্ধারক তাদের উপস্থিতির জন্য আদালত নির্দেশ প্রদান করতে পারে কিংবা নির্ধারিত হতে পারে এরূপ উক্ত পক্ষগণ প্রদেয় অনুরূপ ফি পাবে।