Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 143. Postage

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 143. Postage:
Postage, where chargeable on a notice, summons or letter issued under this Code and forwarded by post, and the fee for registering the same, shall be paid within a time to be fixed before the communication is made.
Provided that the Government may remit such postage, or fee, or both, or may prescribed a scale of court-fees to be levied in lieu thereof.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১৪৩। ডাকমাশুলঃ
অত্র আইনের অধীনে যে সকল নোটিশ, সমন কিংবা চিঠি প্রেরণ করতে হবে, সেগুলোর উপর ডাকমাণ্ডল এবং নিবন্ধনের জন্য ফি, সেগুলো পূর্বেই নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করতে হবে।
তবে শর্ত এই যে, সরকার অনুরূপ ডাকমাশুল, বা ফি কিংবা উভয়টিই মওকুফ করতে পারে বা তৎপরিবর্তে কোন নির্ধারিত হারে কোর্ট ফি ধার্য করতে পারে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact