Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 145. Enforcement of liability of surety

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 145. Enforcement of liability of surety:
Where any person has become liable as surety-
(a) for the performance of any decree or any part thereof, or
(b) for the restitution of any property taken in execution of a decree, or
(c) for the payment of any money, or for the fulfilment of any condition imposed on any person, under an order of the Court in any suit or in any proceedings consequent thereon, the decree or order may be executed against him, to the extent to which he has rendered himself personally liable, in the manner herein provided for the execution of decrees, and such person shall, for the purposes of appeal, be deemed a party within the meaning of section 47.
Provided that such notice as the Court in each case thinks sufficient has been given to the surety.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১৪৫। জামিনদার এর দায়িত্ব কার্যকরকরণঃ
যেক্ষেত্রে কোনো লোক জামিনদার হিসাবে-
(এ) কোন ডিক্রি বা তার কোনো অংশ সম্পূর্ণ করার জন্য, অথবা
(বি) ডিক্রি জারির ফলে কোন সম্পত্তি পুনঃরুদ্ধারের জন্য, অথবা
(সি) কোন মোকদ্দমায় বা ওটার ফলস্বরূপ কোন কার্যধারায় আদালতের আদেশের অধীন টাকা পরিশোধের জন্য কিংবা কোন লোকের উপর আরোপিত কোন শর্ত পালনের জন্য জামিনদার হিসাবে দায়ী হয়েছে, সেক্ষেত্রে সেই লোকের বিরুদ্ধে ডিক্রি কিংবা আদেশ, যে পরিমাণ সে নিজে অত্রস্থ নির্ধারিত পদ্ধতিতে ব্যক্তিগতভাবে দায়িত্ব গ্রহণ করেছে সেই পরিমাণের জন্য, ডিক্রি জারির জন্য এখানে উল্লেখিত রীতি অনুসারে জারি করা যাবে এবং আপিল এর উদ্দেশ্যে ঐ লোককে ৪৭ ধারার অর্থ অনুযায়ী পক্ষ বলে গণ্য হবে।
তবে শর্ত থাকে যে, আদালত এরূপ প্রত্যেক ক্ষেত্রে যেরূপ পর্যাপ্ত মনে করেন, জামিনদারকে সেরূপ নোটিশ প্রদান করবেন।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact