The Code of Civil Procedure, 1908 । Section 147. Consent or agreement by persons under disability
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 147. Consent or agreement by persons under disability:
In all suits to which any person under disability is a party, any consent or agreement, as to any proceeding shall, if given or made with the express leave of the Court by the next friend or guardian for the suit, have the same force and effect as if such person, were under no disability and had given such consent or made such agreement.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১৪৭। অক্ষম লোক দ্বারা সম্মতি বা চুক্তিঃ
যে সকল মোকদ্দমায় কোন অক্ষম লোক পক্ষ হয় সে সকল মোকদ্দমায় কোন কার্য যার সম্পর্কে মোকদ্দমার নিকট হিতৈষী কিংবা অভিভাবক দ্বারা আদালতের প্রকাশ্য অনুমতিক্রমে তার পক্ষে কোন সম্মতিদান বা চুক্তি করে, তাহলে তা ঐ লোক যদি অক্ষম না হত এবং অনুরূপ সম্মতি দান বা অনুরূপ চুক্তি করত, তবে তা একই প্রকার বলবৎ বা বাস্তবসম্মত হবে।