Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 149. Power to make up deficiency of court-fees

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 149. Power to make up deficiency of court-fees:
Where the whole or any part of any fee prescribed for any document by the law for the time being in force relating to court-fees has not been paid, the Court may, in its discretion, at any stage, allow the person, by whom such fee is payable, to pay the whole or part, as the case may be, of such court-fee; and upon such payment the document, in respect of which such fee is payable, shall have the same force and effect as if such fee had been paid in the first instance.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১৪৯। কোর্ট ফি এর ঘাটতি পূরণের ক্ষমতাঃ
যেক্ষেত্রে কোর্ট ফি সম্পর্কিত সময়কালীন কার্যকর আইনের দ্বারা কোন দলিলের জন্য নির্ধারিত ফি এর সমগ্র বা কোন অংশ প্রদান করা হয় নাই, সেক্ষেত্রে আদালত ইচ্ছা করলে যে কোন পর্যায়ে যে লোক দ্বারা অনুরূপ কোর্ট ফি প্রদেয়, এরূপ লোককে ক্ষেত্র বিশেষ অনুরূপ কোর্ট ফি এর সামগ্রীক কিংবা আংশিক প্রদান করার জন্য অনুমতি দিতে পারে; তবে অনুরূপ প্রদান করার দরুণ প্রথমেই যেন অনুরূপ ফি প্রদত্ত হয়েছিল এরূপ গণ্যে যে দলিল সম্পর্কে অনুরূপ ফি প্রদেয় সেরূপ দলিল একই প্রকার বলবৎ এবং বাস্তব সম্মত হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact