The Code of Civil Procedure, 1908 । Section 16. Suits to be instituted where subject-matter situate
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 16. Suits to be instituted where subject-matter situate:
Subject to the pecuniary or other limitations prescribed by any law, suits-
(a) for the recovery of immovable property with or without rent or profits,
(b) for the partition of immovable property,
(c) for foreclosure, sale or redemption in the case of a mortgage of or charge upon immovable property,
(d) for the determination of any other right to or interest in immovable property,
(e) for compensation for wrong to immovable property,
(f) for the recovery of movable property actually under distraint or attachment, shall be instituted in the Court within the local limits of whose jurisdiction the property is situate, or, in the case of suits referred to in clause (c), at the place where the cause of action has wholly or partly arisen:
Provided that a suit to obtain relief respecting, or compensation for wrong to, immovable property held by or on behalf of the defendant may, where the relief sought can be entirely obtained through his personal obedience, be instituted either in the Court within the local limits of whose jurisdiction the property is situate, or, in the case of suits referred to in clause (c), at the place where the cause of action has wholly or partly arisen, or in the Court within the local limits of whose jurisdiction the defendant actually and voluntarily resides, or carries on business, or personally works for gain.
Explanation:
In this section “property” means property situate in Bangladesh.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১৬। যেখানে বিষয়বস্তু অবস্থিত, সেখানে মোকদ্দমা দায়ের করতে হবেঃ
যে কোন আইনে নির্ধারিত আর্থিক কিংবা অন্যান্য সীমাবদ্ধতা সাপেক্ষে-
(এ) খাজনা বা মুনাফাসহ কিংবা ব্যতিরেকে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা,
(বি) স্থাবর সম্পত্তি বাটোয়ারার জন্য মোকদ্দমা,
(সি) স্থাবর সম্পত্তি বন্ধকের ক্ষেত্রে বা এর উপর দায়ের ক্ষেত্রে উদ্ধারের অধিকার হরণ, বিক্রয় বা বন্ধক মুক্তির জন্য মোকদ্দমা,
(ডি) স্থাবর সম্পত্তিতে অন্য কোন প্রকার স্বত্ব বা অধিকার নির্ণয়ের জন্য মোকদ্দমা,
(ই) স্থাবর সম্পত্তি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা,
(এফ) আটক কিংবা ক্রোককৃত অস্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য মোকদ্দমা,
উপরে উল্লেখিত বিষয়ে আনিত মোকদ্দমাসমূহ যে সকল আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তি অবস্থিত, বা, ‘সি’ দফায় বর্ণিত মোকদ্দমার ক্ষেত্রে যে স্থানে মোকদ্দমার কারণ পূর্ণভাবে কিংবা আংশিকভাবে উদ্ভব হয়েছে সেই সমস্ত আদালতেই রুজু করতে হবেঃ
তবে শর্ত থাকে যে, বিবাদী কর্তৃক দখলীয় কোন স্থাবর সম্পত্তি সম্পর্কিত ক্ষতিপূরণ বা অন্য কোন প্রকার প্রতিকারের মোকদ্দমার ক্ষেত্রে প্রার্থিত প্রতিকার যদি কেবলমাত্র বিবাদীর ব্যক্তিগত আনুগত্যের ফলেই পাওয়া সম্ভব হয়; তবে যে আদালতের স্থানীয় সীমানার মধ্যে সম্পত্তি অবস্থিত কিংবা ‘সি’ দফায় বর্ণিত ক্ষেত্রে যে স্থলে পূর্ণ বা আংশিকভাবে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে বা যে আদালতের স্থানীয় এখতিয়ারের সীমারেখার মধ্যে প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বিবাদী বাস করে বা ব্যবসা বাণিজ্য করে বা ব্যক্তিগতভাবে লাভের নিমিত্তে কাজ করে সেই আদালতে দায়ের করা যাবে।
ব্যাখ্যাঃ
অত্র ধারার “সম্পত্তি” বলতে বাংলাদেশে অবস্থিত সম্পত্তি বুঝায়।