The Code of Civil Procedure, 1908 । Section 17. Suits for immovable property situate within jurisdiction of different Courts
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 17. Suits for immovable property situate within jurisdiction of different Courts:
Where a suit is to obtain relief respecting, or compensation for wrong to, immovable property situate within the jurisdiction of different Courts, the suit may be instituted in any Court within the local limits of whose jurisdiction any portion of the property is situated.
Provided that, in respect of the value of the subject-matter of the suit, the entire claim is cognizable by such Court.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১৭। বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত সম্পত্তির মোকদ্দমাঃ
স্থাবর সম্পত্তি সম্পর্কিত বা এটাতে কোন ক্ষতির কারণে আনীত মোকদ্দমার সম্পত্তি যদি বিভিন্ন আদালতের এখতিয়ারের মধ্যে থাকে, তবে ঐ সম্পত্তির অংশ বিশেষ যে আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত, সেরূপ কোন আদালতে মোকদ্দমা দায়ের করা যেতে পারেঃ
তবে শর্ত থাকে যে, এই প্রকার মোকদ্দমা বিষয়বস্তুর মূল্য সম্পর্কে সমগ্ৰ দাবিটিই উক্তরূপ আদালত বিচারার্থে গ্রহণ করতে পারেন।