Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 20. Others suits to be instituted where defendants reside or cause of action arises

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 20. Others suits to be instituted where defendants reside or cause of action arises:
Subject to the limitations aforesaid, every suit shall be instituted in a Court within the local limits of whose jurisdiction.
(a) the defendant, or each of the defendants where there are more than one, at the time of the commencement of the suit, actually or voluntarily resides, or carries on business, or personally works for gain; or
(b) any of the defendants, where there are more than one, at the time of the commencement of the suit, actually or voluntarily resides, or carries on business, or personally works for gain,
provided that in such case either the leave of the Court is given, or the defendants who do not reside, or carry on business, or personally work for gain, as aforesaid, acquiesce in such institution; or
(c) the cause of action, wholly or in part, arises.
Explanation I:
Where a person has a permanent dwelling at one place and also a temporary residence at another place, he shall be deemed to reside at both places in respect of any cause of action arising at the place where he has such temporary residence.
Explanation II:
A Corporation shall be deemed to carry on business at its sole or principal office in Bangladesh or, in respect of any cause of action arising at any place where it has also a subordinate office, at such place.
Illustrations:
(a) A is a tradesman in Dhaka. B carries on business in Chittagong. B, by his agent in Dhaka, buys goods of A and requests A to deliver them to the Bangladesh Biman. A delivers the goods accordingly in Dhaka. A may sue B for the price of the goods either in Dhaka, where the cause of action has arisen, or in Chittagong, where B carries on business.
(b) A resides at Cox’s Bazar, B at dhaka and C at Chittagong. A, B and C being together at Khulna, B and C make a joint promissory note payable on demand, and deliver it to A. A may sue B and C at Khulna, where the cause of action arose. He may also sue them at Dhaka, where B resides, or at Chittagong, where C resides; but in each of these cases, if the non-resident defendant objects, the suit cannot proceed without the leave of the Court.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ২০। অন্যান্য মোকদ্দমা, যেখানে বিবাদী বাস করে কিংবা নালিশের কারণ উদ্ভব হয়, সেখানে দাখিল করতে হবেঃ
পূর্বে বর্ণিত সীমাবদ্ধতা সাপেক্ষে, প্রত্যেকটি মোকদ্দমা সেই আদালতে রুজু করতে হবে, যার এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে-
(এ) বিবাদী, কিংবা একাধিক বিবাদী থাকলে, তাদের প্রত্যেকে মোকদ্দমাটি দায়ের করার সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে কিংবা ব্যবসা করে বা লাভজনক কাজ করে; কিংবা,
(বি) একাধিক বিবাদী থাকলে তাদের কোন একজন মোকদ্দমা রুজু করার প্রাক্কালে প্রকৃতপক্ষে এবং স্ব-ইচ্ছায় বসবাস করে অথবা ব্যবসা করে কিংবা ব্যক্তিগতভাবে লাভজনক কাজ করে,
তবে শর্ত থাকে যে, এক্ষেত্রে আদালতের পূর্বানুমতি প্রদত্ত হয় অথবা যে সমস্ত বিবাদী উক্ত বর্ণনা মতে বসবাস করে না, ব্যবসা করে না অথবা ব্যক্তিগতভাবে লাভজনক কর্ম করে না। মোকদ্দমা দায়েরের ব্যাপারে তার মৌন সম্মতি প্রদান করে, অথবা
(সি) মোকদ্দমার কারণ সম্পূর্ণভাবে বা অংশতঃ উদ্ভব হয়েছে।
ব্যাখ্যা ১।
কোন লোকের একস্থানে স্থায়ী বাসস্থান ও অন্য স্থানে অস্থায়ী বাসস্থান থাকলে, তার অস্থায়ী বাসস্থানের এলাকায় কোন মোকদ্দমার কারণ উদ্ভব হলে তিনি উভয় স্থানে বসবাস করে বলে ধরে নিতে হবে।
ব্যাখ্যা ২।
কোন কর্পোরেশন বাংলাদেশে এর একমাত্র কিংবা প্রধান অফিসে ব্যবসা বাণিজ্য চালায় বলে ধরতে হবে, কিংবা যেখানে এর অধঃস্তন কোন কার্যালয় আছে, সেই এলাকায় মোকদ্দমার কোন কারণ উদ্ভব হলে, এটা সেই স্থানে ব্যবসা চালায় বলেও ধরতে হবে।
উদাহরণসমূহঃ
(এ) ‘এ’ ঢাকায় একজন ব্যবসায়ী। ‘বি’ চট্টগ্রামে ব্যবসা চালায়। ‘বি’ তার প্রতিনিধি মারফত ঢাকা-তে ‘এ’ এর মালামাল ক্রয় করে এবং বাংলাদেশ বিমানে অর্পণ করার জন্য ‘এ’ কে অনুরোধ জানায়। ‘এ’ সেই অনুসারে মালগুলি ঢাকায় অর্পণ করে। ‘এ’ মালগুলির মূল্যের জন্য ‘বি’ এর বিরুদ্ধে ঢাকায় যেখানে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে, অথবা চট্টগ্রামে যেখানে ‘বি’ ব্যবসা চালায়, মোকদ্দমা দায়ের করতে পারে।
(বি) ‘এ’ কক্সবাজার ‘বি’ ঢাকায় এবং ‘সি’ চট্টগ্রামে বসবাস করে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ খুলনায় থাকা অবস্থায় ‘বি’ ও ‘সি’ একসাথে যৌথভাবে একটি চাহিবামাত্র পরিশোধযোগ্য প্রমিসরি নোটে স্বাক্ষর করে এটা ‘এ’ কে প্রদান করে। ‘এ’ উক্ত ব্যাপারে ‘বি’ ও ‘সি’ এর বিরুদ্ধে খুলনাতে যেখানে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে, মোকদ্দমা করতে পারে। সেই ‘বি’ এর বিরুদ্ধে ঢাকায়, যেখানে সে বসবাস করে এবং ‘সি’ এর বিরুদ্ধে চট্টগ্রামে যেখানে সে বসবাস করে, মোকদ্দমা করতে পারে। তবে এরূপ প্রত্যেক ক্ষেত্রে বিবাদীদের মধ্যে যে লোক বসবাস করে না, সে আপত্তি করলে আদালতের অনুমতি ব্যতীত মোকদ্দমার কার্য অগ্রসর হতে পারে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact