The Code of Civil Procedure, 1908 । Section 23. To what Court application lies
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 23. To what Court application lies:
(1) Where the several Courts having jurisdiction are subordinate to the same Appellate Court, an application under section 22 shall be made to the Appellate Court.
(2) Where such Courts are subordinate to different Appellate Courts, the application shall be made to the High Court Division.
(3) Omitted
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ২৩। কোন আদালতে আবেদন করতে হবেঃ
(১) যখন এখতিয়ারসম্পন্ন একাধিক আদালত একই আপিল আদালতের অধীন হয়, তখন উক্ত আপিল আদালতে ২২ ধারা অনুযায়ী আবেদন পেশ করা যায়।
(২) যখন অনুরূপ আদালতসমূহ বিভিন্ন আপিল আদালতের আওতাধীনে হয় তখন হাইকোর্ট ডিভিশনে আবেদন পেশ করতে হয়।
(৩) বাতিল