Sunday , September 8 2024

The Code of Civil Procedure, 1908 । Section 24. General power of transfer and withdrawal

***2286-Hader & Button

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
আপনি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স এর “ফ্রি ভার্সন” ব্যবহার করেছেন। “প্রিমিয়াম ভার্সন” ব্যবহার করতে চাইলে 01312-256369 (Advocate Rabbani) অথবা 01703-924452 (Advocate Monsur) নাম্বারে কল দিয়ে কোর্সের নির্ধারিত ফি পরিশোধ করে আই.ডি ও পাসওয়ার্ড সংগ্রহ করে নিন। ধন্যবাদ...

***108-cpc-section-24

Section 24. General power of transfer and withdrawal:
(1) On the application of any of the parties and after notice to the parties and after hearing such of them as desire to be heard, or of its own motion without such notice, the High Court Division or the District Court may at any stage-
(a) transfer any suit, appeal or other proceeding pending before it for trial or disposal to any Court subordinate to it and competent to try or dispose of the same, or
(b) withdraw any suit, appeal or other proceeding pending in any Court subordinate to it, and (i) try or dispose of the same; or (ii) transfer the same for trial or disposal to any Court subordinate to it and competent to try or dispose of the same; or (iii) retransfer the same for trial or disposal to the Court from which it was withdrawn.
(2) Where any suit or proceeding has been transferred or withdrawn under sub-section (1), the Court which thereafter tries such suit may, subject to any special directions in the case of any order of transfer, either retry it or proceed from the point at which it was transferred or withdrawn.
(3) For the purposes of this section, Courts of Additional and Assistant Judges shall be deemed to be subordinate to the District Court.
(4) The Court trying any suit transferred or withdrawn under this section from a Court of Small Causes shall, for the purposes of such suit, be deemed to be a Court of Small Causes.

ধারা ২৪। স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতাঃ
১) মোকদ্দমার বিবাদমান যে কোন পক্ষের আবেদনক্রমে, সকল পক্ষকে নোটিশ প্রদান করে ও তাদের কারও বক্তব্য শোনার ইচ্ছা থাকলে তা শ্রবণ করে কিংবা কোন নোটিশ প্রদান না করে স্বতঃপ্রবৃত্ত হয়ে হাইকোর্ট বিভাগ বা জেলা আদালত যে কোন সময়-
এ) তার নিকট বিচার বা নিষ্পত্তির জন্য বিচারাধীন কোন মোকদ্দমা, আপিল বা কোন কার্যক্রম তার অধীনস্থ এবং তার বিচার বা নিষ্পত্তি করার এখতিয়ারসম্পন্ন কোন আদালতে স্থানান্তরিত করতে পারেন, কিংবা
বি) তার অধীনস্থ কোন আদালতে কোন মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম প্রত্যাহার করতে পারেন, এবং
i. এর বিচার নিষ্পত্তি করতে পারেন; বা
ii. এর বিচার কিংবা নিষ্পত্তি করার উপযুক্ত কোন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারেন; বা
iii. যে আদালত হতে এটা প্রত্যাহার করা হয়েছিল, সেই আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য প্রেরণ করতে পারে।
২) কোন মোকদ্দমা (১) উপধারা অনুযায়ী স্থানান্তরিত হয়ে থাকলে এবং পরে যে আদালতে এর বিচার হয়, সেই আদালত স্থানান্তরের বিষয়ে বিশেষ নির্দেশমূলে পূর্ণ বিচার করতে পারেন, বা যে পর্যায় হতে এর স্থানান্তর বা প্রত্যাহার করা হয়েছিল, সেই পর্যায় হতে বিচার শুরু করতে পারেন।
৩) অত্র ধারার উদ্দেশ্যে অতিরিক্ত ও সহকারী জজ আদালতকে জেলা আদালতের অধীন বলে গণ্য করতে হবে।
৪) অত্র ধারা অনুসারে ক্ষুদ্র বিষয়ক বিচার আদালত হতে স্থানান্তরিত কোন মোকদ্দমা বিচারকারী আদালত, উত্তরূপ মোকদ্দমার উদ্দেশ্যে ক্ষুদ্র বিচার বিষয়ক বিচার আদালত বলে গণ্য হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...