Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 32. Penalty for default

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 32. Penalty for default:
The Court may compel the attendance of any person to whom a summons has been issued under section 30 and for that purpose may-
(a) issue a warrant for his arrest;
(b) attach and sell his property;
(c) impose a fine upon him not exceeding five hundred Taka;
(d) order him to furnish security for his appearance and in default commit him to the civil prison.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৩২। সমন অমান্যের দণ্ডঃ
৩০ ধারা মোতাবেক যাকে সমন প্রদান করা হয়েছে আদালত তাকে হাজির হতে বাধ্য করতে পারে এবং এই উদ্দেশ্যে-
(এ) গ্রেফতারী পরোয়ানা প্রেরণ করতে পারেন;
(বি) তার সম্পত্তি ক্রোক ও বিক্রয় করতে পারেন;
(সি) তার উপর অনধিক পাঁচশত টাকা জরিমানা করতে পারেন;
(ডি) তার হাজিরার জন্য তাকে জামানাত দেওয়ার আদেশ করতে পারেন ও জামানত না দিলে তাকে কারাগারে পাঠাতে পারেন।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact