The Code of Civil Procedure, 1908 । Section 35A. Compensatory costs in respect of false or vexatious claims or defences
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 35A. Compensatory costs in respect of false or vexatious claims or defences:
(1) If in any suit or other proceeding, including an execution proceeding, not being an appeal, any party objects to the claim or defence on the ground that the claim or defence, or any part of it, is false or vexatious, and if, thereafter, such claim or defence is disallowed, in whole or in part, the Court shall, after recording its reasons for holding such claim or defence to be false or vexatious, make an order for the payment to the objector, such cost by way of compensation which may, without exceeding the limit of the Court’s pecuniary jurisdiction, extend up to twenty thousand taka.
(2) No person against whom an order has been made under this section shall, by reason thereof, be exempted from any criminal liability in respect of any claim or defence made by him.
(3) The amount of any cost awarded under this section in respect of a false or vexatious claim or defence shall be taken into account in any subsequent suit for damages or compensation in respect of such claim or defence.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৩৫এ। মিথ্যা বা বিব্রতকর দাবি কিংবা আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচঃ
(১) যদি কোন মোকদ্দমা কিংবা জারির কর্মপদ্ধতি সমেত অন্য কার্যক্রমে, কিন্তু আপিলে নয়, কোন পক্ষ দাবীতে কিংবা জবাবে এই জন্য আপত্তি প্রদান করে যে, দাবী বা জবাব, কিংবা এর কোন পার্ট, মিথ্যা বা বিরক্তিকর, এবং তৎপরবর্তীতে উক্তরূপ দাবী কিংবা জবাবকে মিথ্যা কিংবা বিরক্তিকর হিসেবে ধারণা প্রদান করার কারণ লিপিবদ্ধ করার পর ক্ষতিপূরণ হিসেবে আপত্তিকারীকে খরচা প্রদান করার আদেশ দিবে, যা আদালতের আর্থিক এখতিয়ারের পরিসীমা অতিক্রান্ত না করে বিশ হাজার টাকা পর্যন্ত হবে।
(২) এই ধারার আওতাধীন তাতে বর্ণিত কারণে কোন ব্যক্তির বিরুদ্ধে আদেশ প্রদান করা হলে সেই দাবী অথবা জবাব সম্পর্কে তাকে ফৌজদারী দায় থেকে অব্যাহতি প্রদান করা হবে না।
(৩) মিথ্যা অথবা বিরক্তিকর দাবী কিংবা জবাবের নিমিত্তে উক্ত ধারার আওতাধীন মঞ্জুরীকৃত খরচার পরিমাণ পরবর্তী খেসারত কিংবা ক্ষতিপূরণের মোকদ্দমায় উক্তরূপ দাবী কিংবা জবাব সম্পর্কে বিবেচনায় রাখতে হবে।