Tuesday , September 17 2024

The Code of Civil Procedure, 1908 । Section 35B. Cost for delay in making applications, etc., in respect of interlocutory matters

***2286-Hader & Button

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
আপনি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স এর “ফ্রি ভার্সন” ব্যবহার করেছেন। “প্রিমিয়াম ভার্সন” ব্যবহার করতে চাইলে 01312-256369 (Advocate Rabbani) অথবা 01703-924452 (Advocate Monsur) নাম্বারে কল দিয়ে কোর্সের নির্ধারিত ফি পরিশোধ করে আই.ডি ও পাসওয়ার্ড সংগ্রহ করে নিন। ধন্যবাদ...

***119-cpc-section-35B

Section 35B. Cost for delay in making applications, etc., in respect of interlocutory matters:
(1) If at any stage of a suit or proceeding, an application or written objection is not filed within the time fixed by the Court, such application or written objection, as the case may be, shall not be admitted for hearing without payment by that party of such cost to the other party not exceeding two thousand taka.
(2) If after filing of written statement, any party to the suit makes an application in respect of any matter which, in the opinion of the Court, could and ought to have been made earlier, and is likely to delay the main proceeding of the suit, the Court may admit, but shall not hear and dispose of the application, without payment by that party of such cost to the other party not exceeding three thousand taka, as it shall determine and direct, and upon failure to pay the cost, the application shall stand rejected.

ধারা ৩৫বি। অন্তবর্তী বিষয়গুলি সম্বন্ধে আনীত দরখাস্ত ইত্যাদিতে বিলম্বের নিমিত্তে খরচাঃ
(১) কোন মোকদ্দমা অথবা কর্মপ্রক্রিয়ার যে কোন স্তরে আদালত কর্তৃক নির্দিষ্ট সময়কালের ভিতর দরখাস্ত কিংবা লিখিতভাবে কোন আপত্তি পেশ করা না হলে অনুর্ধ্ব দুই হাজার টাকা উক্ত পক্ষ অন্য পক্ষকে খরচা না প্রদান করলে সেই দরখাস্ত অথবা লিখিত আপত্তি শুনানীর নিমিত্তে গ্রহণকৃত হবে না।
(২) যদি লিখিত জবাব পেশের পরবর্তীতে মোকদ্দমার কোন পক্ষ কোন বিষয়ে দরখাস্ত পেশ করেন, যা আদালতের মতানুযায়ী পূর্বেই পেশ করতে পারতেন না কিংবা পেশ করা সমীচীন ছিল এবং তাতে মূল মোকদ্দমার কার্যক্রমে দেরী হওয়ার সম্ভাবনা আছে, তদকারণে আদালত দরখাস্ত নিবে কিন্তু তা শুনানী এবং নিষ্পত্তি করবে না, যদি না সেই পক্ষ আদালত যেরূপে নির্দিষ্ট এবং নির্দেশ করবে এবং সেরূপে অপরপক্ষকে অনুর্ধ্ব তিন হাজার টাকা খরচা দিবে, এবং উক্ত খরচা দিতে না পারলে দরখাস্ত তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...