Tuesday , September 16 2025

The Code of Civil Procedure, 1908 । Section 41. Result of execution proceedings to be certified

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

(১৯০৮ সালের ৫নং আইন)
দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যান।

ধারার ইংরেজী ভার্সনঃ

Section 41. Result of execution proceedings to be certified:
The Court to which a decree is sent for execution shall certify to the Court which passed it the fact of such execution, or where the former Court fails to execute the same the circumstances attending such failure.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৪১। জারি কার্যক্রমের ফলাফল অবহিতকরণঃ
যে আদালতে জারির জন্য ডিক্রিটি প্রেরিত হয় উক্ত আদালত ডিক্রি জারির বিষয় কিংবা ডিক্রি জারিতে ব্যর্থ হলে অনুরূপ ব্যর্থতার কারণ সম্বলিত অবস্থাদি ডিক্রি প্রদানকারী আদালতকে অবহিত করবেন।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যান।