Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 43. Execution of decrees passed by British Courts in places to which this Part does not extend or in foreign territory

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 43. Execution of decrees passed by British Courts in places to which this Part does not extend or in foreign territory:
Any decree passed by a Civil Court established in any area in Bangladesh to which the provisions relating to execution do not extend, may, if it cannot be executed within the jurisdiction of the Court by which it was passed, be executed in manner herein provided within the jurisdiction of any Court in Bangladesh.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৪৩। আইনের উক্ত খন্ডে প্রযোজ্য নয় এরকম স্থানে কিংবা বিদেশী রাষ্ট্রে বৃটিশ আদালতসমূহ কর্তৃক ডিক্রি জারিঃ
বাংলাদেশের যে এলাকায় ডিক্রি জারি সম্পর্কিত বিধানাবলী প্রযোজ্য নয়, সেই এলাকার কোন দেওয়ানী আদালত কর্তৃক কোন ডিক্রি যদি ডিক্রি দানকারী আদালতের এখতিয়ার হতে না পারে তবে বাংলাদেশের যে কোন আদালতের এখতিয়ারে অত্র আইনের পদ্ধতিতে জারি হতে পারে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact