Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 46. Precepts

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 46. Precepts:
(1) Upon the application of the decree-holder the Court which passed the decree may, whenever it thinks fit, issue a precept to any other Court which would be competent to execute such decree to attach any property belonging to the judgement-debtor and specified in the precept.
(2) The Court to which a precept is sent shall proceed to attach the property in the manner prescribed in regard to the attachment of property in execution of a decree.
Provided that no attachment under a precept shall continue for more than two months unless the period of attachment is extended by an order of the Court which passed the decree or unless before the determination of such attachment the decree has been transferred to the Court by which the attachment has been made and the decree-holder has applied for an order for the sale of such property.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৪৬। বিচারকের আদেশপত্রঃ
(১) ডিক্রিদারের আবেদন অনুযায়ী ডিক্রি দানকারী আদালত ন্যায়সঙ্গত মনে করলে দায়িকের মালিকানার অধীন ও আদেশপত্রে বর্ণিত কোন সম্পত্তি ক্রোক করার জন্য অনুরূপ ডিক্রি জারি করতে উপযুক্ত অন্য কোন আদালতে আদেশপত্র প্রেরণ করতে পারেন।
(২) যে আদালতে উক্ত আদেশনামা প্রেরিত হয় সেই আদালত ডিক্রি জারিতে সম্পত্তি ক্রোক সম্পর্কিত নির্ধারিত পদ্ধতি মোতাবেক নিষ্পত্তি করবেন।
তবে শর্ত থাকে যে, ডিক্রিদানকারী আদালত সময় বাড়িয়ে না দেওয়া পর্যন্ত কিংবা উক্তরূপ ক্রোক নির্ধারণের পূর্বে ক্রোককারী আদালতে ডিক্রি বদল না হওয়া ও ডিক্রিদার বর্ণিত সম্পত্তি বিক্রি করার আদেশের জন্য আবেদন না করা অবধি আদেশনামার আওতাধীন কোন ক্রোক দুই মাসের অধিককাল কার্যকর থাকবে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact