Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 48. Execution barred in certain cases

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 48. Execution barred in certain cases:
(1) Where an application to execute a decree not being a decree granting an injunction has been made, no order for the execution of the same decree shall be made upon any fresh application presented after the expiration of twelve years from-
(a) the date of the decree sought to be executed, or,
(b) where the decree or any subsequent order directs any payment of money or the delivery of any property to be made at a certain date or at recurring periods, the date of the default in making the payment or delivery in respect of which the applicant seeks to execute the decree.
(2) Nothing in this section shall be deemed-
(a) to preclude the Court from ordering the execution of a decree upon an application presented after the expiration of the said term of twelve years, where the judgement-debtor has, by fraud or force, prevented the execution of the decree at some time within twelve years immediately before the date of the application; or
(b) to limit or otherwise affect the operation of article 183 of the First Schedule to the Limitation Act, 1908.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৪৮। কতিপয় ক্ষেত্রে তামাদিঃ
(১) নিষেধাজ্ঞার ডিক্রি ছাড়া অন্য কোন ডিক্রি জারির ক্ষেত্রে আবেদন করা হয়ে থাকলে সেই একই ডিক্রি জারির জন্য নিম্নলিখিত তারিখ হতে বার বছর পর প্রদত্ত কোন আবেদন অনুযায়ী একই ডিক্রি জারির জন্য আদেশ দেওয়া যাবে না-
(এ) যে ডিক্রি জারির আবেদন করা হয়েছে, এর তারিখ, বা
(বি) কোন ডিক্রি কিংবা পরবর্তীকালীন আদেশ এ কোন নির্ধারিত তারিখে বা কিস্তিতে টাকা পরিশোধ কিংবা সম্পত্তি প্রদানের নির্দেশ প্রদান করা হলে এর লংঘনের তারিখ।
(২) অত্র ধারার কোন বিধানই-
(এ) আবেদন এর তারিখের অব্যবহিত পূর্ববর্তী বার বছরের মধ্যে ডিক্রি জারি দেওয়ার ব্যাপারে সাব্যস্ত দেনাদার প্রবঞ্চনা অথবা শক্তি প্রয়োগের দ্বারা ডিক্রি জারিতে বাধা সৃষ্টি করে থাকলে উক্ত বার বছর অতিক্রান্ত হওয়ার পর উপস্থাপিত আবেদন মোতাবেক ডিক্রি জারির আদেশদানে আদালতকে বিরত করবে না; বা
(বি) ১৯০৮ সালের তামাদি আইনের প্রথম তফসিলের ১৮৩ অনুচ্ছেদের কার্যকারীতাকে সীমাবদ্ধ বা অন্যভাবে প্রভাবিত করবে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact