The Code of Civil Procedure, 1908 । Section 51. Powers of Court to enforce execution
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 51. Powers of Court to enforce execution:
Subject to such conditions and limitations as may be prescribed, the Court may, on the application of the decree-holder, order execution of the decree-
(a) by delivery of any property specifically decreed;
(b) by attachment and sale or by sale without attachment of any property;
(c) by arrest and detention in prison;
(d) by appointing a receiver; or
(e) in such other manner as the nature of the relief granted may require.
Provided that, where the decree is for the payment of money, execution by detention in prison shall not be ordered unless, after giving the judgement-debtor an opportunity of showing cause why he should not be committed to prison, the Court, for reasons recorded in writing, is satisfied-
(a) that the judgement-debtor, with the object or effect of obstructing or delaying the execution of the decree,-
(i) is likely to abscond or leave the local limits of the jurisdiction of the Court, or
(ii) has, after the institution of the suit in which the decree was passed, dishonestly transferred, concealed, or removed any part of his property, or committed any other act of bad faith in relation to his property; or
(b) that the judgement-debtor has, or has had since the date of the decree, the means to pay the amount of the decree or some substantial part thereof and refuses or neglects or has refused or neglected to pay the same, or
(c) that the decree is for a sum for which the judgement-debtor was bound in a fiduciary capacity to account.
Explanation:
In the calculation of the means of the judgement-debtor for the purposes of clause (b), there shall be left out of account any property which, by or under any law or custom having the force of law for the time being in force, is exempt from attachment in execution of the decree.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৫১। ডিক্রি জারি কার্যকর করার ব্যাপারে আদালতের ক্ষমতাঃ
নির্ধারিত হতে পারে এইরূপ শর্ত এবং নিয়ন্ত্রণ সাপেক্ষে আদালত ডিক্রিদারের আবেদনক্রমে-
(এ) বিশেষরূপে ডিক্রিভুক্ত কোন সম্পত্তি অর্পণের দ্বারা;
(বি) কোন সম্পত্তি ক্রোক ও বিক্রয় দ্বারা কিংবা ক্রোকবিহীন বিক্রয়ের দ্বারা;
(সি) দেনাদারকে গ্রেফতার ও কারাগারে আটকের দ্বারা;
(ডি) রিসিভার নিয়োগ দ্বারা; বা
(ই) প্রদত্ত প্রতিকারের প্রকৃতির প্রয়োজন অনুযায়ী অন্য কোন পন্থায় ডিক্রি জারির আদেশ প্রদান করতে পারে।
তবে শর্ত থাকে যে, যদি ডিক্রিটি অর্থ পরিশোধের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে দেনাদারকে কারাগারে সোপর্দ করা হবে না কেন কারণ দর্শাবার জন্য সুযোগ প্রদানের পর আদালত (নিম্ন বর্ণিত বিষয়সমূহ) সন্তুষ্ট হয়ে কারণসমূহ লিখিতভাবে উল্লেখ না করা পর্যন্ত কারাগারে সোপর্দের আদেশ দ্বারা জারির আদেশ প্রদান করবে না-
(এ) দেনাদার ডিক্রি জারিতে বাধা প্রদান কিংবা এর বিলম্বিত করার উদ্দেশ্যে-
i. আত্মগোপন কিংবা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখা ত্যাগ করতে পারে, বা
ii. ডিক্রি প্রদত্ত হয়েছে এরূপ মোকদ্দমা দায়ের হওয়ার পর তার সম্পত্তির কোন অংশ তার দ্বারা অসদুপায়ে স্থানান্তরিত, লুকায়িত বা অপসারণ করা হয়েছে, কিংবা তার সম্পত্তি নিয়ে যে কোন অবিশ্বস্ততার কাজ করেছে; বা
(বি) ডিক্রির তারিখ হতে ডিক্রির টাকা কিংবা এর সম্পূর্ণ অংশ পরিশোধের সংগতি দেনাদারের আছে বা ছিল দেনাদার তা পরিশোধ করতে অস্বীকৃতি বা অবহেলা জ্ঞাপন করে বা করেছেন, বা
(সি) ডিক্রিটি যে পরিমাণ অর্থের জন্য ছিল, সেই পরিমাণের জন্য দেনাদার আস্থাভাজন ব্যক্তিও ভূমিকায় হিসেবের জন্য দায়ী ছিল।
ব্যাখ্যাঃ
(বি) দফার উদ্দেশ্যে দেনাদারের সংগতি নির্ধারণকল্পে, বর্তমানে প্রচলিত কোন আইন কিংবা রীতির অধীনে ডিক্রি জারির দরুন ও ক্রোক হতে অব্যাহতিপ্রাপ্ত কোন সম্পত্তি হিসেবের বাইরে থাকবে।