Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 52. Enforcement of decree against legal representative

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 52. Enforcement of decree against legal representative:
(1) Where a decree is passed against a party as the legal representative of a deceased person, and the decree is for the payment of money out of the property of the deceased, it may be executed by the attachment and sale of any such property.
(2) Where no such property remains in the possession of the judgement-debtor and he fails to satisfy the Court that he has duly applied such property of the deceased as is proved to have come into his possession, the decree may be executed against the judgement-debtor to the extent of the property in respect of which he has failed so to satisfy the Court in the same manner as if the decree had been against him personally.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৫২। বৈধ প্রতিনিধির উপর ডিক্রির কার্যকারীতাঃ
(১) যেক্ষেত্রে কোন মৃত লোকের বৈধ প্রতিনিধি হিসেবে কোন পক্ষের উপর ডিক্রি দেওয়া হয়, এবং ডিক্রিটি মৃত লোকের সম্পত্তি হতে টাকা পরিশোধের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে তা উক্তরূপ কোন সম্পত্তির এবং বিক্রির মাধ্যমে জারি হতে পারে।
(২) যেক্ষেত্রে অনুরূপ কোন সম্পত্তি সাব্যস্ত দেনাদারের দখলে না থাকে ও সে তার দখলে এসেছে বলে প্রমাণিত মৃত ব্যক্তি উক্তরূপ সম্পত্তির যথার্থ ব্যবহার করেছে বলে আদালতকে সন্তুষ্ট করতে অসমর্থ হয় সেক্ষেত্রে উক্ত ডিক্রি ব্যক্তিগতভাবে সাব্যস্ত দেনাদারের উপর প্রদত্ত হয়েছিল মর্মে একই পদ্ধতিতে সে যে পরিমাণ সম্পত্তি সম্পর্কে আদালতকে সন্তুষ্ট করতে সামর্থবান হয়েছে সেই পরিমাণ সম্পত্তির উপর সম্পর্কে তার উপর ডিক্রি জারি হতে পারে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact