Tuesday , September 17 2024

The Code of Civil Procedure, 1908 । Section 53. Liability of ancestral property

***2286-Hader & Button

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
আপনি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স এর “ফ্রি ভার্সন” ব্যবহার করেছেন। “প্রিমিয়াম ভার্সন” ব্যবহার করতে চাইলে 01312-256369 (Advocate Rabbani) অথবা 01703-924452 (Advocate Monsur) নাম্বারে কল দিয়ে কোর্সের নির্ধারিত ফি পরিশোধ করে আই.ডি ও পাসওয়ার্ড সংগ্রহ করে নিন। ধন্যবাদ...

***132-cpc-section-53

Section 53. Liability of ancestral property:
For the purposes of section 50 and section 52, property in the hands of a son or other descendant which is liable under Hindu law for the payment of the debt of a deceased ancestor, in respect of which a decree has been passed, shall be deemed to be property of the deceased which has come to the hands of the son or other descendant as his legal representative.

ধারা ৫৩। পৈত্রিক সম্পত্তির দায়ঃ
৫০ ও ৫২ ধারার উদ্দেশ্যে মৃত পূর্ব পুরুষের কোন সম্পত্তি যখন পুত্র বা অন্যান্য উত্তরাধিকারীদের হস্তস্থিত হয় ও হিন্দু আইন অনুযায়ী মৃত লোকের কোন দেনা পরিশোধের দায়িত্ব যদি সেই সম্পত্তির উপর বর্তে থাকে ও উক্ত দেনা বাবদ যদি ডিক্রি প্রদত্ত হয়ে থাকে, তবে উক্ত সম্পত্তি মৃত লোকে, বৈধ প্রতিনিধি হিসেবে পুত্র বা অন্যান্য উত্তরাধিকারীদের হস্তস্থিত সম্পত্তি বলে গণ্য হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...