Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 54. Partition of estate or separation of share

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 54. Partition of estate or separation of share:
Where the decree is for the partition of an undivided estate assessed to the payment of revenue to the Government, or for the separate possession of a share of such an estate, the partition of the estate or the separation of the share shall be made by the Collector or any gazetted subordinate of the Collector deputed by him in this behalf, in accordance with the law (if any) for the time being in force relating to the partition, or the separate possession of shares, of such estates.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৫৪। সম্পত্তি বাঁটোয়ারা বা অংশ বিভাজনঃ
যেক্ষেত্রে সরকারি রাজস্ব প্রদানের জন্য ধার্যকৃত অবিভক্ত সম্পত্তি বাঁটোয়ারার জন্য কিংবা অনুরূপ কোন সম্পত্তির কোন অংশের পৃথক দখলের জন্য ডিক্রি হয়েছে, সেক্ষেত্রে বাঁটোয়ারা সম্পর্কিত থাকে বলবৎ (যদি কোন) আইন অনুযায়ী কালেক্টর কর্তৃক কিংবা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক প্রেরিত কালেক্টরের অধীনস্থ গেজেটেড পদের কর্মচারী দ্বারা, কিংবা অনুরূপ সম্পত্তি বাঁটোয়ারা অংশের ভিন্ন দখল অনুযায়ী সম্পত্তি বন্টন কিংবা অংশের বিভাগ হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact