Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 55. Arrest and detention

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 55. Arrest and detention:
(1) A judgement-debtor may be arrested in execution of a decree at any hour and on any day, and shall, as soon as practicable, be brought before the Court, and his detention may be in the civil prison of the district in which the Court ordering the detention is situate, or, where such civil prison does not afford suitable accommodation, in any other place which the Government may appoint for the detention of persons ordered by the Courts of such district to be detained.
Provided, firstly, that, for the purpose of making an arrest under this section, no dwelling-house shall be entered after sunset and before sunrise.
Provided, secondly, that no outer door of a dwelling-house shall be broken open unless such dwelling-house is in the occupancy of the judgement-debtor and he refuses or in any way prevents access thereto, but when the officer authorised to make the arrest has duly gained access to any dwelling-house, he may break open the door of any room in which he has reason to believe the judgement-debtor is to be found.
Provided, thirdly, that, if the room is in the actual occupancy of a woman who is not the judgement-debtor and who according to the customs of the country does not appear in public, the officer authorised to make the arrest shall give notice to her that she is at liberty to withdraw, and, after allowing a reasonable time for her to withdraw and giving her reasonable facility for withdrawing, may enter the room for the purpose of making the arrest.
Provided, fourthly, that, where the decree in execution of which a judgement-debtor is arrested, is a decree for the payment of money and the judgement-debtor pays the amount of the decree and the costs of the arrest to the officer arresting him, such officer shall at once release him.
(2) The Government may, by notification in the official Gazette, declare that any person or class of persons whose arrest might be attended with danger or inconvenience to the public shall not be liable to arrest in execution of a decree otherwise than in accordance with such procedure as may be prescribed by the Government in this behalf.
(3) Where a judgement-debtor is arrested in execution of a decree for the payment of money and brought before the Court, the Court shall inform him that he may apply to be declared an insolvent, and that he may be discharged if he has not committed any act of bad faith regarding the subject of the application and if he complies with the provisions of the law of insolvency for the time being in force.
(4) Where a judgement-debtor expresses his intention to apply to be declared an insolvent and furnishes security, to the satisfaction of the Court, that he will within one month so apply, and that he will appear, when called upon, in any proceeding upon the application or upon the decree in execution of which he was arrested, the Court may release him from arrest, and, if he fails so to apply and to appear, the Court may either direct the security to be realised or commit him to the civil prison in execution of the decree.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৫৫। গ্রেফতার ও আটকঃ
(১) যে কোন সময় যে কোন দিনে ডিক্রি জারির জন্য সাব্যস্ত দেনাদারকে গ্রেফতার করা যাবে, ও যথাসম্ভব শীঘ্র তাকে আদালতে উপস্থিত করা যাবে, এবং আটক আদেশদানকারী আদালত যে জেলায় অবস্থিত সে জেলার দেওয়ানী কয়েদে তাকে আটক রাখা যেতে পারে, কিংবা যেক্ষেত্রে এরূপ দেওয়ানী কয়েদ উপযুক্ত স্থান সংকুলান করতে পারে না তদক্ষেত্রে উক্তরূপ জেলার আদালত দ্বারা আটকাদেশ প্রাপ্ত বা লোকের আটকের জন্য সরকার অন্য যে স্থান নির্ধারণ করতে পারে সেই স্থানে তাকে আটক রাখা যেতে পারেঃ
তবে প্রথমতঃ শর্ত থাকে যে, অত্র ধারার অধীনে কাউকে গ্রেফতার করার উদ্দেশ্যে কোন বাসগৃহে সূর্যাস্তের পর এবং সুর্যোদয়ের পূর্বে প্রবেশ করা যাবে না।
দ্বিতীয়তঃ শর্ত থাকে যে, সাব্যস্ত দেনাদারের দখলকৃত বাসগৃহ না হলে ও অস্বীকৃতি না জানালে কিংবা উক্ত বাসগৃহে প্রবেশ করতে যে কোন বাধা না দিলে সেই কক্ষের বহিদ্বার ভাঙ্গা যাবে না, কিন্তু যদি গ্রেফতারের ক্ষমতাপ্রাপ্ত অফিসার যে কোন বাসগৃহের যথারীতি প্রবেশ করে থাকেন তবে সাব্যস্ত দেনাদারের সন্ধান পাওয়া যাবে তার এরূপ বিশ্বাসের সংগত কারণ থাকলে তিনি যে কোন কক্ষের দরজা ভেঙ্গে খুলতে পারবেন।
তৃতীয়তঃ শর্ত থাকে যে, যদি কক্ষটি এমন মহিলার দখলে থাকে যে, যে লোক সাব্যস্ত দেনাদার নন ও যে লোক দেশাচার অনুযায়ী সর্ব সমক্ষে বের হন না তবে গ্রেফতারের ক্ষমতাপ্রাপ্ত অফিসার সে কক্ষ ত্যাগ করার জন্য মুক্ত বলে নোটিশ প্রদান করবে ও মহিলাকে কক্ষ পরিত্যাগ করার জন্য যুক্তি যুক্ত সময় ও সুযোগ প্রদানের পর তিনি গ্রেফতার কার্যের জন্য কক্ষে প্রবেশ করতে পারেন।
চতুর্থতঃ শর্ত থাকে যে, যখন যে ডিক্রি জারিতে সাব্যস্ত দেনাদার গ্রেফতার হয়, সেই ডিক্রির টাকা পরিশোধের ডিক্রি হয়ে থাকে এবং সাব্যস্ত দেনাদার ডিক্রির টাকা ও গ্রেফতারের খরচ গ্রেফতারকারী অফিসারকে প্রদান করে তখন উক্ত অফিসার তাকে তখনই মুক্তি দিবে।
(২) সরকার সরকারি গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করতে পারে যে, অত্র উদ্দেশ্যে সরকার দ্বারা নির্ধারিত হতে পারে এমনরূপ পদ্ধতি ভিন্ন ডিক্রি জারিতে কোন লোক কিংবা কোন শ্রেণীর ব্যক্তিগণকে গ্রেফতার করলে জনসাধারণের বিপদ বা অসুবিধার সৃষ্টি হতে পারে বিধায় তারা গ্রেফতারের জন্য দায়ী হবে না।
(৩) যেখানে টাকা পরিশোধের ডিক্রি জারির জন্য সাব্যস্ত দেনাদারকে গ্রেফতার করা হয় ও আদালতে হাজির করা হয় সেখানে আদালত তাকে জানাবে যে, সে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করতে পারে, এবং আবেদনের ব্যাপারে যদি কোন অসাধু উপায় অবলম্বন না করে এবং যদি সে বর্তমানে প্রচলিত দেউলিয়া আইনের বিধানসমূহ মেনে চলে, তাহলে সেই ব্যক্তির মুক্তি হতে পারে।
(৪) যখন সাব্যস্ত দেনাদার তাকে দেউলিয়া ঘোষণার জন্য আবেদনের ইচ্ছা প্রকাশ করে এবং আদালতের সন্তোষসহকারে সে এমনরূপ জামানত পেশ করে, সে এক মাসের মধ্যে অনুরূপ আবেদন পেশ করবে, ও আবেদনের উপর কিংবা যে ডিক্রি জারির জন্য তাকে গ্রেফতার করা হয়েছে ঐরূপ ডিক্রি জারির উপর কোন কার্যধারায় যখন আহবান করা হবে তখন সে উপস্থিত হবে তখন আদালত তাকে গ্রেফতার হতে মুক্তদান করতে পারে, এবং যদি সে যথাসময়ে উপরোক্ত আবেদন করতে ও উপস্থিত হতে ব্যর্থ হয় তবে আদালত ডিক্রি জারির দ্বারা তার জামানত আদায়ের জন্য নির্দেশ দিতে পারে কিংবা তাকে দেওয়ানী কারাগারে সোপর্দ করার নির্দেশ দান করতে পারবেন।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact