Thursday , September 18 2025

The Code of Civil Procedure, 1908 । Section 56. Prohibition of arrest or detention of women in execution of decree for money

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

(১৯০৮ সালের ৫নং আইন)
দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যান।

ধারার ইংরেজী ভার্সনঃ

Section 56. Prohibition of arrest or detention of women in execution of decree for money:
Notwithstanding anything in this Part, the Court shall not order the arrest or detention in the civil prison of a woman in execution of a decree for the payment of money.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৫৬। অর্থের ডিক্রি জারিতে মহিলাকে গ্রেফতার বা আটককরণে বাধা-নিষেধঃ
এই খন্ডে অন্য কোন বিধান থাকা সত্ত্বেও আদালত টাকা পরিশোধের জন্য ডিক্রি জারির জন্য কোন মহিলাকে দেওয়ানী কারাগারে গ্রেফতার কিংবা আটক রাখার আদেশ প্রদান করবেন না।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যান।