The Code of Civil Procedure, 1908 । Section 58. Detention and release
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 58. Detention and release:
(1) Every person detained in the civil prison in execution of a decree shall be so detained,-
(a) where the decree is for the payment of a sum of money exceeding fifty Taka, for a period of six months, and,
(b) in any other case for a period of six weeks.
Provided that he shall be released from such detention before the expiration of the said period of six months or six weeks, as the case may be,-
(i) on the amount mentioned in the warrant for his detention being paid to the officer in charge of the civil prison, or
(ii) on the decree against him being otherwise fully satisfied, or
(iii) on the request of the person on whose application he has been so detained, or
(iv) on the omission by the person, on whose application he has been so detained, to pay subsistence allowance.
Provided, also, that he shall not be released from such detention under clause (ii) or clause (iii), without the order of the Court.
(2) A judgement-debtor released from detention under this section shall not merely by reason of his release be discharged from his debt, but he shall not be liable to be re-arrested under the decree in execution of which he was detained in the civil prison.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৫৮। আটক ও মুক্তিঃ
(১) ডিক্রি জারির জন্য দেওয়ানী কয়েদে আটক প্রত্যেক লোককে নিম্নলিখিতভাবে আটক রাখা হবে-
(এ) পঞ্চাশ টাকার ঊর্ধ্বে টাকা পরিশোধের ডিক্রির ক্ষেত্রে ৬ মাস সময়ের নিমিত্তে, এবং
(বি) অন্যান্য ক্ষেত্রে ছয় সপ্তাহে।
তবে নিম্নলিখিত ক্ষেত্রে এই ছয় মাস কিংবা ছয় সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পূর্বেই আটক লোককে মুক্তি দেওয়া যাবে যদি-
(i) তার আটকের পরোয়ানায় উল্লেখিত টাকা দেওয়ানী কয়েদের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরিশোধ করা হয়, কিংবা
(ii) তার বিরুদ্ধে প্রদত্ত ডিক্রির টাকা অন্য কোনরূপে মিটানো, কিংবা
(iii) যে লোকের আবেদনক্রমে তাকে আটক করা হয়েছে সেই লোক অনুরোধ করলে, কিংবা
(iv) যে লোকের আবেদনক্রমে তাকে বন্দি রাখা হয়েছে, জীবনধারণ ভাতা প্রদান করতে তার ব্যর্থতায়।
তবে শর্ত থাকে যে, আদালতের আদেশ ব্যতীত তাকে (ii) অথবা (iii) দফার আওতাধীন উরুরূপ আটক থেকে মুক্ত করা যাবে না।
(২) অত্র ধারার আওতাধীন আটক হতে মুক্ত দায়িককে তার মুক্তির কারণে তার দেনা হতে মুক্ত করা যাবে না, কিন্তু সেই ডিক্রি জারি করে তাকে পুনরায় গ্রেফতার করা যাবে না, যে ডিক্রি জারির ফলে তিনি দেওয়ানী কয়েদে আটক ছিল।